যিশাইয় 48:17 - কিতাবুল মোকাদ্দস17 মাবুদ, তোমার মুক্তিদাতা, ইসরাইলের পবিত্রতম, এই কথা বলেন, আমি মাবুদ তোমার আল্লাহ্, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি, তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 সদাপ্রভু এই কথা বলেন, যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, “আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের পক্ষে যা সর্বোৎকৃষ্ট, তিনি তাই তোমাদের শেখান, যে পথে তোমাদের চলা উচিত, তিনি তোমাদের সেই পথ প্রদর্শন করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি রক্ষা করে তোমায়, তিনি বলেন, আমি প্রভু পরমেশ্বর, তোমার আরাধ্য ঈশ্বর, তোমারই মঙ্গলের জন্য আমি শিক্ষা দিয়ে থাকি তোমাকে, চালনা করে থাকি তোমার গন্তব্য পথে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 সদাপ্রভু, তোমার মুক্তিদাতা, ইস্রায়েলের পবিত্রতম, এই কথা কহেন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি, ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 প্রভু, পরিত্রাতা, ইস্রায়েলের পবিত্র একজন বলেন, “আমিই প্রভু, তোমাদের ঈশ্বর। আমি তোমাদের সেই সব জিনিষ শেখাই যা সহায়ক। তোমাদের যে পথে যাওয়া উচিৎ সেই পথের আমি নেতৃত্ব দেব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 এই হল সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্র ব্যক্তি এই কথা বলছেন, “আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; যিনি শিক্ষা দেন তোমাদের সফলতার জন্য। যে পথে তোমাদের নিয়ে যান তোমাদের সেই পথে যাওয়া উচিত। অধ্যায় দেখুন |