যিশাইয় 44:26 - কিতাবুল মোকাদ্দস26 তিনি তাঁর গোলামের কথা সফল করেন ও তাঁর দূতদের মন্ত্রণা সিদ্ধ করেন; তিনি জেরুশালেমের বিষয়ে বলেন, তা বসতিবিশিষ্ট হবে, আর এহুদার নগরগুলোর বিষয়ে বলেন, সেগুলো পুনর্নির্মিত হবে, আর আমি দেশের উৎসন্ন সমস্ত স্থান আবার তৈরি করবো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ26 যিনি তাঁর দাসেদের কথা সফল করেন ও তাঁর দূতদের পূর্বঘোষণা পূর্ণ করেন, “যিনি জেরুশালেমের বিষয়ে বলেন, ‘এতে লোকেদের বসতি হবে,’ যিহূদার নগরগুলির বিষয়ে বলেন, ‘সেগুলি পুনর্নির্মিত হবে,’ তার ধ্বংসাবশেষকে বলেন, ‘আমি তা পুনঃপ্রতিষ্ঠিত করব,’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 কিন্তু যখন আমার দাস ভবিষ্যদ্বাণী করে, যখন আমি প্রেরণ করি আমার বার্তাবহকে আমার পরিকল্পনা প্রকাশের উদ্দেশে তখন সফল করি আমার সমস্ত পরিকল্পনা, সফল করি সকল ভবিষ্যদ্বাণী। আমি জেরুশালেমকে বলেছি এ কথা, মানুষ আবার বসতি করবে তোমার কোলে, তারা পুনরায় করবে নির্মাণ যিহুদীয়ার নগর জনপদ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তিনি আপন দাসের বাক্য স্থির করেন, ও আপন দূতগণের মন্ত্রণা সিদ্ধ করেন; তিনি যিরূশালেমের বিষয়ে কহেন, তাহা বসতিবিশিষ্ট হইবে, আর যিহূদার নগর সকলের বিষয়ে কহেন, সে গুলি পুনর্নির্ম্মিত হইবে, আর আমি দেশের উৎসন্ন স্থান সকল পুনর্ব্বার উঠাইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 প্রভু লোকদের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে তাঁর সেবকদের পাঠাবেন। প্রভু সেই বার্তাকে সত্য করবেন! লোকদের কি করা উচিৎ তা জানতে তিনি বার্তাবাহকদের পাঠাবেন। এবং প্রভু দেখান যে তাদের উপদেশটি ভালো। জেরুশালেমকে প্রভু বলেন, “লোকে আবার তোমার মধ্যে বাস করবে!” প্রভু যিহূদার শহরগুলিকে বললেন, “তোমরা আবার পুনর্গঠিত হবে!” ধ্বংস হয়ে যাওয়া শহরগুলিকে তিনি বললেন, “তোমাদের আমি আবার গড়ে তুলব।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 আমি, সদাপ্রভু! আমার দাসের কথা সফল হতে দিই আর আমার দূতদের বলা কথা পূর্ণ করি। তিনি যিরূশালেমের বিষয়ে বলেন, সে বসবাসের জায়গা হবে, আর যিহূদার শহরগুলো সম্বন্ধে বলেন, সেগুলো আবার তৈরী হবে এবং আমি ধ্বংসের জায়গাগুলো ওঠাব। অধ্যায় দেখুন |
এর মধ্যে আবার ক্ষেত ক্রয় করা যাবে। বিন্ইয়ামীন প্রদেশে, জেরুশালেমের চারদিকের অঞ্চলে, এহুদার সকল নগরে পার্বত্য অঞ্চলের সকল নগরে, নিম্নভূমির সকল নগরে ও দক্ষিণের সকল নগরে লোকেরা টাকা দিয়ে ক্ষেত ক্রয় করবে, দলিলে লিখে দেবে, সীলমোহর করবে ও তার সাক্ষী রাখবে; কেননা আমি তাদের বন্দীদশা ফিরাব, মাবুদ এই কথা বলেন।