Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 44:23 - কিতাবুল মোকাদ্দস

23 হে বেহেশতগুলো, তোমরা আনন্দ-রব কর, কেননা মাবুদ এই কাজ করেছেন; হে দুনিয়ার অধঃস্থানগুলো জয়-জয়ধ্বনি কর; হে পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে বন ও তার মধ্যেকার সকল গাছপালা, তোমরাও আনন্দ-গান কর কেননা মাবুদ ইয়াকুবকে মুক্ত করেছেন, এবং ইসরাইলের মধ্যে নিজেকে মহিমান্বিত করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

23 আকাশমণ্ডল, আনন্দে গান গাও, কারণ সদাপ্রভু এ কাজ করেছেন; পৃথিবীর গভীরতম স্থান সকল, তোমরাও জয়ধ্বনি করো। যত পাহাড়-পর্বত, সমস্ত অরণ্য ও সেগুলির মধ্যে স্থিত সব গাছপালা, তোমরা আনন্দ সংগীতে ফেটে পড়ো, কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন, তিনি ইস্রায়েলে তাঁর গৌরব প্রকাশ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 হে আকাশমণ্ডল, জাগাও আনন্দধ্বনি! জয়ধ্বনি কর হে পৃথিবীর গভীর গহন গোপন কন্দর! আনন্দধ্বনি কর গিরি-পর্বত, আনন্দধ্বনি কর বন-উপবন, অরণ্যানীর প্রতিটি বৃক্ষ। প্রভু পরমেশ্বর প্রকাশ করেছেন তাঁর মহত্ব, মুক্ত করেছেন তাঁর প্রজাবৃন্দকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 হে স্বর্গ সকল, তোমরা আনন্দ-রব কর, কেননা সদাপ্রভু কার্য্য সাধন করিয়াছেন; হে পৃথিবীর অধঃস্থান সকল জয়-জয় ধ্বনি কর; হে পর্ব্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, [তোমরাও কর] কেননা সদাপ্রভু যাকোবকে মুক্ত করিয়াছেন, এবং ইস্রায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 হে স্বর্গ, গান কর, কারণ প্রভু মহৎ‌‌ কাজগুলি করেছেন। পৃথিবী, এমনকি পৃথিবীর নিম্নস্থলও আনন্দে চিৎকার কর! পর্বতশৃঙ্গরা! অরণ্যের সব গাছ গান গেয়ে উঠছে। কেন? কারণ প্রভু যাকোবকে রক্ষা করেছেন। প্রভু ইস্রায়েলে তাঁর মহিমা প্রদর্শন করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 হে আকাশমণ্ডল, গান কর, কারণ সদাপ্রভুই এটা করেছেন। হে পৃথিবীর নীচু জায়গাগুলো, জয়ধ্বনি কর। হে পর্বতরা, হে বন আর তার প্রত্যেক গাছপালা, তোমরা জোরে চিত্কার কর, কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন আর ইস্রায়েলের মধ্যে দিয়ে তাঁর গৌরব প্রকাশ করবেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 44:23
40 ক্রস রেফারেন্স  

আসমান ও দুনিয়া তাঁর প্রশংসা করুক, সমুদ্র ও তার মধ্যেকার সমস্ত জলজ প্রাণী প্রশংসা করুক।


আর আসমান, দুনিয়া ও তন্মধ্যস্থিত সকলে ব্যাবিলনের বিষয়ে আনন্দগান করবে, কেননা লুটকারীরা উত্তর দিক থেকে তার কাছে আসবে, মাবুদ এই কথা বলেন।


আর তিনি আমাকে বলেছেন ‘তুমি আমার গোলাম, তুমি ইসরাইল, তোমাতেই আমি মহিমান্বিত হব।’


আসমান, আনন্দ-রব কর, দুনিয়া, উল্লসিত হও; পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর; কেননা মাবুদ তাঁর লোকদেরকে সান্ত্বনা দিয়েছেন, আর তাঁর দুঃখীদের প্রতি করুণা করবেন।


হে বেহেশত আনন্দ কর, হে পবিত্র লোকেরা, হে প্রেরিতেরা, নবীরা, তোমরা তার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করেছে, আল্লাহ্‌ তার প্রতিকার করেছেন।


অতএব, হে বেহেশত ও বেহেশত-বাসীরা, আনন্দ কর; দুনিয়া ও সমুদ্রের সন্তাপ হবে; কেননা শয়তান তোমাদের কাছে নেমে গেছে; সে অতিশয় রাগান্বিত, সে জানে, তার কাল সংক্ষিপ্ত।’


যদি কেউ কথা বলে, সে এমনভাবে বলুক, যেন আল্লাহ্‌র বাণী বলছে; যদি পরিচর্যা করে, সে আল্লাহ্‌ দেওয়া শক্তি অনুসারে পরিচর্যা করুক; যেন সমস্ত বিষয়ে ঈসা মসীহের দ্বারা আল্লাহ্‌ মহিমান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগপর্যায়ের যুগে যুগে তাঁরই। আমিন।


মণ্ডলীতে এবং মসীহ্‌ ঈসাতে যুগপর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাঁরই মহিমা হোক। আমিন।


কিন্তু হে ইসরাইলের পর্বতমালা, তোমরা নিজেদের শাখা বাড়িয়ে আমার লোক ইসরাইলকে নিজ নিজ ফল দেবে, কেননা তাদের আগমন সন্নিকট।


আর, হে মানুষের সন্তান, তুমি ইসরাইলের পর্বতমালার কাছে ভবিষ্যদ্বাণী বল, তুমি বল, হে ইসরাইলের পর্বতমালা, মাবুদের কালাম শোন।


যেন সিয়োনের শোকার্ত লোকদের বর দিই, যেন তাদেরকে ভস্মের পরিবর্তে সৌন্দর্যের তাজ, শোকের পরিবর্তে আনন্দের তেল, অবসন্ন রূহের পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি; তাই তাদের বলা হবে ধার্মিকতার গাছ, মাবুদ তাদের রোপন করেছেন তাঁর গৌরব প্রকাশের জন্য।


আর তোমার লোকেরা সকলে ধার্মিক হবে, তারা চিরকালের জন্য দেশ অধিকার করবে, তারা আমার রোপিত তরুর শাখা, আমার হাতের কাজ, যেন আমার মহিমা প্রকাশিত হয়।


তুমি এই জাতির বৃদ্ধি করেছ, হে মাবুদ, তুমি এই জাতির বৃদ্ধি করেছ; তুমি মহিমান্বিত হয়েছ, তুমি দেশের সকল সীমা বিস্তার করেছ।


দুনিয়া থেকে মাবুদের প্রশংসা কর, হে প্রকাণ্ড জলচরগুলো ও সমস্ত জলধি;


আর দেশের সকল লোক তাদের দাফন করবে এবং আমার নিজের গৌরব প্রকাশ করার দিনে সেই কাজ তাদের পক্ষে সুনামের হবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।


ভাল, তিনি ‘উঠলেন’, এর অর্থ কি এই নয় যে, তিনি দুনিয়ার গভীরতম স্থানে নেমেছিলেন?


আসমান আনন্দ করুক, দুনিয়া উল্লসিত হোক; লোকে জাতিদের মধ্যে বলুক, মাবুদ রাজত্ব করছেন।


সমস্ত মাঠ ভেড়ার পালে ভূষিত হয়, সমস্ত উপত্যকা শষ্যে আচ্ছাদিত হয়; তারা আনন্দধ্বনি করে, তারা গান করে।


পর্বতরাজি ও সমস্ত উপপর্বত, ফলের গাছগুলো ও সমস্ত এরস গাছ;


মাবুদের উদ্দেশে কাওয়ালী কর; কেননা তিনি মহিমার কাজ করেছেন; সমস্ত দুনিয়াতে এই কথা জানানো হোক।


কিন্তু এখন, হে ইয়াকুব, তোমার সৃষ্টিকর্তা, হে ইসরাইল, তোমার নির্মাণকর্তা মাবুদ এই কথা বলেন, ভয় করো না, কেননা আমি তোমাকে মুক্ত করেছি, আমি তোমার নাম ধরে তোমাকে ডেকেছি, তুমি আমার।


যে কেউ আমার নামে আখ্যাত, যাকে আমি আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি সেই ব্যক্তিকে এনে দাও, আমি তাকে নির্মাণ করেছি, আমি তাকে গঠন করেছি।


আমি নিজের ধর্মশীলতা কাছে নিয়ে আসলাম; তা দূরে থাকবে না, আর আমার উদ্ধারের বিলম্ব হবে না; আমার শোভাস্বরূপ ইসরাইলের জন্য আমি সিয়োনে উদ্ধার স্থাপন করবো।


হে জেরুশালেমের সমস্ত উৎসন্ন স্থান, উচ্চরব কর, একসঙ্গে আনন্দগান কর, কেননা মাবুদ তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন, তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।


কারণ মাবুদ ইয়াকুবকে উদ্ধার করেছেন, তার চেয়েও বেশি বলবানের হাত থেকে তাকে মুক্ত করেছেন।


সার্বভৌম মাবুদ এই কথা বলেন, সমস্ত দুনিয়ার আনন্দের দিনে আমি তোমাকে ধ্বংস করবো।


মাবুদ মিসরীয়দের হাত থেকে ইসরাইলকে উদ্ধার করে তাদের যে সমস্ত মঙ্গল করেছিলেন, সেজন্য শোয়াইব আনন্দিত হলেন।


সমুদ্র ও তার মধ্যেকার সকলে গর্জন করুক, ক্ষেত ও তার মধ্যেকার সকলই উল্লসিত হোক।


তখন বনের সমস্ত গাছ মাবুদের সাক্ষাতে আনন্দে গান করবে; কেননা তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।


কেননা আল্লাহ্‌ সিয়োনের উদ্ধার করবেন, ও এহুদার সমস্ত নগর গাঁথবেন; লোকে সেখানে বাস করবে ও অধিকার পাবে।


তোমার বাহু পরাক্রম-বিশিষ্ট, তোমার হাত শক্তিমান, তোমার ডান হাত সুউচ্চ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন