Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 43:23 - কিতাবুল মোকাদ্দস

23 তুমি আমার কাছে তোমার পোড়ানো-কোরবানীর ছাগল-ভেড়া আন নি, তোমার কোরবানী দ্বারা আমার সম্মান কর নি। আমি কোরবানীর বিষয়ে তোমাকে ভারগ্রস্ত করি নি, ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করি নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

23 হোমবলির জন্য তুমি আমার কাছে মেষ আনোনি, তোমার বলিদান সকলের দ্বারা আমার সম্মানও করোনি। আমি শস্য-নৈবেদ্যর জন্য তোমাকে ভারগ্রস্ত করিনি, আবার ধূপ উৎসর্গ দাবি করে তোমাকে বিব্রত করিনি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 আমার উদ্দেশে হোমবলি উৎসর্গের জন্য আন নি তোমার বলির মেষ, সাজাও নি তোমরা বলিদানের অর্ঘ্য আমার সম্মানে। কোন নৈবেদ্য উপহারের দাবীতে আমি ভারাক্রান্ত করি নি তোমাদের, বিব্রত করি নি কখনও সুরভিত ধূপের দাবীতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 তুমি আমার কাছে তোমার হোমবলির মেষাদি আন নাই, তোমার বলিদান দ্বারা আমার সমাদর কর নাই। আমি নৈবেদ্যের বিষয়ে তোমাকে দাস্যকর্ম্ম করাই নাই, ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করি নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 তোমরা তোমাদের মেষকে আমার জন্য উৎসর্গ করতে আন নি। তোমরা আমাকে সম্মান জানাও নি। তোমরা আমার জন্য বলি দাও নি। আমার উদ্দেশ্যে বলি দেবার জন্য আমি তোমাদের বাধ্য করিনি। আমি তোমাদের ধূপ জ্বালাতে বাধ্য করিনি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 হোমবলির জন্য তুমি আমার কাছে তোমার মেষ আননি আর তোমার কোনো বলিদানের দ্বারা আমাকে সম্মান দেখাও নি। আমি তোমার উপর শস্য-উৎসর্গের ভার দিইনি; ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করিনি।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 43:23
19 ক্রস রেফারেন্স  

হে ইসরাইল-কুল, তোমরা মরুভূমিতে চল্লিশ বছর পর্যন্ত কি আমার উদ্দেশে কোরবানী ও নৈবেদ্য উৎসর্গ করেছিলে?


কারণ আমার জোয়াল সহজ ও আমার ভার লঘু।


মানুষ কি আল্লাহ্‌কে ঠকাবে? তোমরা তো আমাকে ঠকিয়ে থাক। কিন্তু তোমরা বলছো, কিসে তোমাকে ঠকিয়েছি? দশমাংশে ও উপহারে।


বস্তুত যেদিন আমি তোমাদের পূর্বপুরুষদেরকে মিসর দেশ থেকে বের করে এনেছিলাম, সেই সময়ে পোড়ানো-কোরবানীর কিংবা কোরবানীর বিষয় তাদেরকে বলেছিলাম, কিংবা হুকুম দিয়েছিলাম, এমন নয়;


যে ব্যক্তি গরু কোরবানী করে, সে হত্যা করে; যে ব্যক্তি ভেড়ার বাচ্চা জবেহ্‌ করে, সে কুকুরের গলা ভেঙ্গে ফেলে; যে ব্যক্তি নৈবেদ্য কোরবানী করে, সে শূকরের রক্ত দেয়; যে ব্যক্তি সুগন্ধি ধূপ জ্বালায়, সে মিথ্যা দেবতার শুকরিয়া করে; হ্যাঁ, তারা নিজ নিজ পথ মনোনীত করেছে এবং তাদের প্রাণ নিজ নিজ ঘৃণার বস্তুতে প্রীত হয়;


দুষ্টদের কোরবানী ঘৃণাস্পদ, অসাধু উদ্দেশ্যে আনা হলে তা আরও কত না ঘৃণার বস্তু হবে।


দুষ্টদের কোরবানী মাবুদের ঘৃণার বিষয়; কিন্তু সরলদের মুনাজাত তাঁর সন্তোষজনক।


কেউ যখন মাবুদের উদ্দেশে শস্য-উৎসর্গ করে তখন মিহি সুজি তার উপহার হবে এবং সে তার উপরে তেল ঢেলে দেবে ও কুন্দুরু দেবে।


আর মাবুদ মূসাকে বললেন, তুমি তোমার কাছে সুগন্ধি দ্রব্য নেবে— গুগ্‌গুলু, নখী, কুন্দুরু; এসব সুগন্ধি দ্রব্যের ও খাঁটি লোবানের প্রত্যেকটি সমান ভাগ করে নেবে।


প্রত্যেক সারির উপরে বিশুদ্ধ কুন্দুরু দেবে; তা সেই রুটির স্মরণ চিহ্ন হিসেবে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার হবে।


তুমি মাবুদকে সম্মান কর নিজের ধন দিয়ে, আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশ দিয়ে;


বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন; তোমরা নিজেদের অন্যান্য কোরবানীর সঙ্গে পোড়ানো-কোরবানী যোগ কর, গোশ্‌ত খেয়ে ফেল।


হে আমার লোকেরা, আমি তোমাদের কি করলাম? কিসে তোমাদেরকে ক্লান্ত করলাম? আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও।


আর আমি জানতে পারলাম, লেবীয়দের অংশ তাদেরকে দেওয়া হয় নি, সেজন্য কর্মকারী লেবীয় ও গায়কেরা পালিয়ে প্রত্যেকে যার যার ভূমিতে চলে গেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন