Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 43:21 - কিতাবুল মোকাদ্দস

21 সেই যে লোকবৃন্দকে আমি নিজের জন্য সৃষ্টি করেছি, তারা আমার প্রশংসা তবলিগ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 যে প্রজাদের আমি নিজের জন্য গঠন করেছি, যেন তারা আমার প্রশংসা করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 তারা আমার সেই প্রজাবৃন্দ, যাদের আমি সৃষ্টি করেছি আমারই জন্য, মুখর হবে তারা আমার প্রশংসা গানে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্ম্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 এই লোকদের তো আমিই সৃষ্টিকর্তা এবং এরা আমার প্রশংসা করে গান গাইবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 সেই লোকদের আমি নিজের জন্য তৈরী করেছি যাতে তারা আমার গৌরব ঘোষণা করতে পারে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 43:21
22 ক্রস রেফারেন্স  

কিন্তু তোমরা “মনোনীত বংশ, রাজকীয় ইমামবর্গ, পবিত্র জাতি, আল্লাহ্‌র নিজস্ব লোকবৃন্দ যেন তাঁরই প্রশংসা ঘোষণা কর,” যিনি তোমাদেরকে অন্ধকার থেকে তাঁর আশ্চর্য নূরের মধ্যে আহ্বান করেছেন।


অতএব এসো, আমরা তাঁরই দ্বারা আল্লাহ্‌র উদ্দেশে নিয়মিতভাবে প্রশংসা-গজল উৎসর্গ করি, অর্থাৎ ওষ্ঠাধরের ফল যা তার নাম স্বীকার করে।


একথা ভাবী বংশের জন্য লেখা থাকবে; যাতে যে জাতি সৃষ্ট হবে, তারা মাবুদের প্রশংসা করতে পারে।


অতএব তোমরা ভোজন, বা পান, বা যা কিছু কর, সকলই আল্লাহ্‌র গৌরবার্থে কর।


যেন সিয়োনের শোকার্ত লোকদের বর দিই, যেন তাদেরকে ভস্মের পরিবর্তে সৌন্দর্যের তাজ, শোকের পরিবর্তে আনন্দের তেল, অবসন্ন রূহের পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি; তাই তাদের বলা হবে ধার্মিকতার গাছ, মাবুদ তাদের রোপন করেছেন তাঁর গৌরব প্রকাশের জন্য।


বেহেশতে ও দুনিয়াতে, দৃশ্য বা অদৃশ্য যা কিছু আছে, সিংহাসন হোক বা প্রভুত্ব হোক, বা আধিপত্য হোক, বা কর্তৃত্ব হোক, সকলই তাঁর দ্বারা ও তাঁর জন্য সৃষ্ট হয়েছে;


আর তোমার লোকেরা সকলে ধার্মিক হবে, তারা চিরকালের জন্য দেশ অধিকার করবে, তারা আমার রোপিত তরুর শাখা, আমার হাতের কাজ, যেন আমার মহিমা প্রকাশিত হয়।


মণ্ডলীতে এবং মসীহ্‌ ঈসাতে যুগপর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাঁরই মহিমা হোক। আমিন।


কারণ সার্বভৌম মাবুদ আমার সাহায্য করবেন, সেজন্য আমি ভীষণ ভয় পাই নি, সেজন্য চকমকি পাথরের মত আমার মুখ স্থাপন করেছি, আমি জানি যে লজ্জিত হব না।


ইনি আমাদের জন্য নিজেকে দান করলেন, যেন মূল্য দিয়ে আমাদেরকে সমস্ত অধার্মিকতা থেকে মুক্ত করেন এবং নিজের জন্য এমন লোকদেরকে পাক-পবিত্র করেন যারা তাঁর নিজস্ব লোক হবে এবং সৎকর্ম করতে গভীরভাবে আগ্রহী হবে।


তোমরা জেনো মাবুদ নিজের বিশ্বস্ত লোককে নিজের জন্য পৃথক করে রেখেছেন; আমি মাবুদকে ডাকলে তিনি শুনবেন।


মাবুদ সকলই স্ব স্ব উদ্দেশ্যে করেছেন, দুষ্টকেও দুর্দশা দিনের জন্য ঠিক করে রেখেছেন।


তাতে তোমার লোক ও তোমার চরাণির ভেড়া যে আমরা, আমরা চিরকাল তোমার প্রশংসা করবো, পুরুষানুক্রমে তোমার প্রশংসা তবলিগ করবো।


তারা মাবুদের গৌরব স্বীকার করুক, উপকূলগুলোর মধ্যে তাঁর প্রশংসা প্রচার করুক।


কিন্তু এখন, হে ইয়াকুব, তোমার সৃষ্টিকর্তা, হে ইসরাইল, তোমার নির্মাণকর্তা মাবুদ এই কথা বলেন, ভয় করো না, কেননা আমি তোমাকে মুক্ত করেছি, আমি তোমার নাম ধরে তোমাকে ডেকেছি, তুমি আমার।


কেননা মাবুদ বলেন, মানুষের কোমরে যেমন অন্তর্বাস জড়িয়ে থাকে, তেমনি আমি সমস্ত ইসরাইল-কুল ও সমস্ত এহুদা-কুলকে আমার সঙ্গে জড়িয়েছিলাম, যেন তারা আমার কীর্তি, প্রশংসা ও সম্মানের জন্য আমার লোক হয়; কিন্তু তারা শুনতে চাইল না।


আর তারা আমারই হবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; আমার কাজ করার দিনে তারা আমার নিজস্ব হবে; এবং কোন মানুষ যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাদের প্রতি তেমনি মমতা করবো।


কেননা তিনি তাঁর উঁচু পবিত্র স্থান থেকে অবলোকন করলেন; মাবুদ বেহেশত থেকে দুনিয়াতে দৃষ্টিপাত করলেন;


আর দুনিয়ার সমস্ত জাতির সম্মুখে এই নগর আমার পক্ষে আনন্দের কীর্তি, প্রশংসা ও শোভাস্বরূপ হবে; আমি তাদের যে সমস্ত মঙ্গল করবো, তা তারা শুনবে এবং আমি নগরের যে সমস্ত মঙ্গল ও শান্তি বিধান করবো, সেই কারণে তারা থরথর করে কাঁপবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন