Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 42:8 - কিতাবুল মোকাদ্দস

8 আমি মাবুদ, এ-ই আমার নাম; আমি আমার গৌরব অন্যকে, কিংবা আমার প্রশংসা খোদাই-করা মূর্তিগুলোকে দেব না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 “আমি সদাপ্রভু; এই আমার নাম! আমার মহিমা আমি অন্য কাউকে দেব না, বা আমার প্রশংসা ক্ষোদিত প্রতিমাদের দেব না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 একমাত্র আমিই তোমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, সমস্ত গৌরব ও প্রশংসা আমারই প্রাপ্য, অদ্বিতীয় আমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আমি সদাপ্রভু, ইহাই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে, কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 “আমিই প্রভু। আমার নাম যিহোবা। আমার মহিমা আমি অপরকে দেব না। যে মহিমা আমার পাওয়া উচিৎ‌ সেই প্রশংসা মূর্ত্তিদের আমি নিতে দেব না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 “আমি সদাপ্রভু, এই আমার নাম এবং আমি অন্যকে আমার গৌরব কিংবা প্রতিমাকে আমার প্রশংসা পেতে দেব না।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 42:8
16 ক্রস রেফারেন্স  

আমি নিজের, কেবল নিজেরই অনুরোধে কাজ করবো, কারণ আমার নাম কেন নাপাক হবে? আমি তো আমার গৌরব অন্যকে দেব না।


আমি, আমিই মাবুদ; আমি ছাড়া আর কোন নাজাতদাতা নেই।


তুমি অন্য দেবতার কাছে সেজ্‌দা করো না, কেননা মাবুদ স্বগৌরব রক্ষণে উদ্যোগী নাম ধারণ করেন; তিনি স্বগৌরব রক্ষণে উদ্যোগী আল্লাহ্‌।


আর জানুক যে তুমি, যাঁর নাম মাবুদ, একা তুমি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান।


“যেন তারা বিশ্বাস করে যে, মাবুদ, তাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌, ইব্রাহিমের আল্লাহ্‌, ইস্‌হাকের আল্লাহ্‌ ও ইয়াকুবের আল্লাহ্‌ তোমাকে দর্শন দিয়েছেন।”


যেন সকলে যেমন পিতাকে সমাদর করে, তেমনি পুত্রকে সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না, যিনি তাঁকে পাঠিয়েছেন সে পিতাকেও সমাদর করে না।


ঈসা তাঁদেরকে বললেন, সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, ইব্রাহিমের জন্মের আগে থেকেই আমি আছি।


তুমি যদি এই কিতাবে লেখা শরীয়তের সমস্ত কথা যত্নপূর্বক পালন না কর; এভাবে যদি “তোমার আল্লাহ্‌ মাবুদ”—এই গৌরবান্বিত ও ভক্তিপূর্ণ ভয় জাগানো নামকে ভয় না কর;


তাঁর নামের গৌরব ঘোষণা কর, তাঁর প্রশংসা গৌরবান্বিত কর।


কেননা আমি মাবুদ তোমার আল্লাহ্‌, ইসরাইলের পবিত্রতম, তোমার নাজাতদাতা; আমি তোমার মুক্তির মূল্য হিসেবে মিসর, তোমার পরিবর্তে ইথিওপিয়া ও সবা দেশ দিয়েছি।


তাঁরা আঙ্গুর-রস পান করতে করতে সোনার, রূপার, ব্রোঞ্জের, লোহার, কাঠের ও পাথরের তৈরি দেবতাদের প্রশংসা করতে লাগলেন।


এজন্য আমি আগে থেকে তোমাকে তার সংবাদ দিয়েছি, উপস্থিত হবার আগে তা তোমাকে শুনিয়েছি; পাছে তুমি বল, আমার মূর্তি এই করেছে, আমার খোদাই-করা মূর্তি ও আমার ছাঁচে ঢালা মূর্তি এই হুকুম দিয়েছে।


তুমি শুনেছ, এ সব দেখ; তোমরা কি তা জানাবে না? এখন থেকে আমি তোমাকে নতুন নতুন কথা শোনাই, সেসব নিগূঢ়, তুমি জানতে পার নি।


যথা, মাবুদ, যিনি এই কাজ সাধন করেন, যিনি তা সুস্থির করার জন্য নিরূপণ করেন, যাঁর নাম মাবুদ, তিনি এই কথা বলেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন