যিশাইয় 42:21 - কিতাবুল মোকাদ্দস21 মাবুদ তাঁর ধর্মশীলতার অনুরোধে তাঁর ব্যবস্থাকে মহৎ ও মহিমান্বিত করতে প্রীত হলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 সদাপ্রভু প্রীত হলেন, তাঁর ধার্মিকতার গুণে তাঁর বিধানকে মহৎ ও গৌরবান্বিত করতে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 প্রভু পরমেশ্বর, ন্যায় প্রতিষ্ঠায় আগ্রহী তাই তিনি তাঁর বিধান ও অনুশাসনকে বসিয়েছেন সর্বোচ্চ স্থানে, করেছেন মহিমান্বিত। তিনি চেয়েছেন যেন তাঁর প্রজাবৃন্দ এগুলিকে যথাযোগ্য মর্যাদা দান করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 সদাপ্রভু আপন ধর্ম্মশীলতার অনুরোধে ব্যবস্থাকে মহৎ ও সমাদরণীয় করিতে প্রীত হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 প্রভু চান তাঁর সেবকরা ভাল হোক্। প্রভু চান তাঁর আশ্চর্যজনক শিক্ষামালাকে তারা শ্রদ্ধা করুক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 সদাপ্রভু নিজের ধর্মশীলতার অনুরোধে নিয়মকে মহৎ ও গৌরবযুক্ত করলেন। অধ্যায় দেখুন |