যিশাইয় 42:13 - কিতাবুল মোকাদ্দস13 মাবুদ বীরের মত যাত্রা করবেন, যোদ্ধার মত তাঁর উদ্যোগকে উত্তেজিত করবেন; তিনি জয়ধ্বনি করবেন, হ্যাঁ, মহানাদ করবেন; তিনি দুশমনদের বিরুদ্ধে পরাক্রম দেখাবেন; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 পরাক্রান্ত বীরের মতো সদাপ্রভু অভিযান করবেন, যোদ্ধার মতোই তাঁর উদ্যম আলোড়িত হবে; রণনাদে তিনি মহা চিৎকার করবেন এবং তাঁর সব শত্রুর উপরে তিনি বিজয়ী হবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 প্রভু পরমেশ্বর করেছেন যুদ্ধযাত্রা পরাক্রান্ত বীর যোদ্ধার মত, যুদ্ধের জন্য তিনি প্রস্তুত, মহাযোদ্ধার মত উন্মাদনায় অস্থির, হুঙ্কার দিচ্ছেন তিনি মহাবিক্রমে, আস্ফালন করছেন শত্রুর বিরুদ্ধে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 সদাপ্রভুর বীরের ন্যায় যাত্রা করিবেন, যোদ্ধার ন্যায় উদ্যোগ উত্তেজিত করিবেন; তিনি জয়ধ্বনি করিবেন, হাঁ, মহানাদ করিবেন; তিনি শত্রুদের বিপরীতে পরাক্রম দেখাইবেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 প্রভু বলবান সৈন্যের মত চলে যাবেন! তিনি হবেন যুদ্ধ করতে প্রস্তুত মানুষের মত। তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠবেন। তিনি কাঁদবেন, উচ্চস্বরে চিৎকার করবেন এবং তার শত্রুদের পরাজিত করবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 একজন শক্তিশালী লোকের মত করে সদাপ্রভু বের হয়ে আসবেন; তিনি যোদ্ধার মত তাঁর আগ্রহকে উত্তেজিত করবেন; তিনি চিৎকার করে যুবক হাঁক দেবেন আর শত্রুদের ওপর তার ক্ষমতা দেখাবেন। অধ্যায় দেখুন |