Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 41:26 - কিতাবুল মোকাদ্দস

26 কে আদি থেকে এর সংবাদ দিয়েছে, যাতে আমরা জানতে পারি? কে আগে বলেছে, যাতে আমরা বলতে পারি সে সত্যনিষ্ঠ? সংবাদদাতা তো কেউই নেই; ঘোষণাকারী তো কেউই নেই; তোমাদের কথা শুনবার তো কেউই নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

26 পূর্ব থেকে কে একথা বলেছে, যেন আমরা জানতে পারি, অথবা আগেভাগে বলেছে যেন আমরা বলতে পারি, ‘তার কথা সঠিক ছিল?’ এ সম্পর্কে কেউই কিছু বলেনি, কেউই এ বিষয়ের পূর্বঘোষণা করেনি, তোমাদের কাছ থেকে কেউ কোনো কথা শোনেনি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 আজ অবধি কেউ কি কখনও পেরেছে বলতে আগামী দিনের কথা, দিয়েছে কি কেউ কোন আভাষ এ ঘটনার? যাতে আমরা পারি বলতে, যথার্থ তোমাদের কথা? এ বিষয়ে তোমরা একটি কথাও বল নি কোন আভাষ দেওয়ার ক্ষমতা ছিল না তোমাদের! কোন কথা তোমাদের বলতে শোনে নি কেউ!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 কে আদি অবধি ইহার সংবাদ দিয়াছে, যাহাতে আমরা জানিতে পারি? কে অগ্রে বলিয়াছে, যাহাতে আমরা বলিতে পারি সে সত্যনিষ্ঠ? সংবাদদাতা ত কেহই নাই; ঘোষণাকারী ত কেহই নাই; তোমাদের বাক্যের শ্রোতা ত কেহই নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 “কে আমাদের এইসব ঘটার আগেই বলেছিল? তাকেই আমাদের ঈশ্বর বলা উচিৎ‌। তোমাদের মধ্যে কোন মূর্ত্তি কি এইসব বলেছিল? না! সেই সব মূর্ত্তিদের কেউই কিছু বলতে পারে নি। সেই সব মূর্ত্তিরা কোন কথাই বলতে পারে নি। তারা তোমাদের কোন কথা শুনতেও পায় নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 কে শুরু থেকে এর সংবাদ দিয়েছে যাতে আমরা জানতে পারি? এবং কে আগে জানিয়েছিল যাতে আমরা বলতে পারি, সে সঠিক? কেউ বলে নি, কেউ জানায় নি, কেউ তোমাদের কথা বলতে শোনে নি।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 41:26
7 ক্রস রেফারেন্স  

আমার মত কে ডাকবে ও তা জানাবে এবং আমার জন্য তা বিন্যাস করবে— যখন থেকে আমি পুরানো দিনের লোকদের স্থাপন করেছিলাম? আর যা যা আসছে এবং যা যা ঘটবে, তারা তা আগেই বলুক।


ওরা সেসব নিয়ে কাছে আসুক, যা যা ঘটবে, আমাদের বলুক; আগের বিষয় কি কি তা বল; তা হলে আমরা বিবেচনা করে তার শেষ জানতে পারব; কিংবা ওরা আগামী ঘটনাগুলো আমাদের কর্ণগোচর করুক।


তোমরা সংবাদ দাও, কথা উপস্থিত কর; হ্যাঁ, সকলে পরস্পর মন্ত্রণা করুক। আগে থেকে এই কথা কে জানিয়েছে? সেকাল থেকে কে সংবাদ দিয়েছে? আমি মাবুদ কি করি নি? আমি ছাড়া অন্য কোন আল্লাহ্‌ নেই; আমি ধর্মশীল ও উদ্ধারকারী আল্লাহ্‌; আমি ছাড়া অন্য কেউ নেই।


সমস্ত জাতি একত্র হোক, লোকবৃন্দ সমবেত হোক; তাদের মধ্যে কে এর সংবাদ দিতে পারে ও আগের বিষয় আমাদেরকে শোনাতে পারে? তারা নিজেদের সাক্ষীদের উপস্থিত করুক, তাতে তারা সঠিক বলে প্রমাণিত হবে; অথবা তারা শুনুক ও বলুক যে, এই কথা সত্যি।


এসব কার কৃত, কার সাধিত? কে বংশ পরমপরাকে আদি থেকে আহ্বান করেন? আমি মাবুদ আদি এবং সেই আমি শেষকালীন লোকদের সহবর্তী।


সেকালের পুরানো সমস্ত কাজ স্মরণ কর; কারণ আমিই আল্লাহ্‌, আর কেউ নয়; আমি আল্লাহ্‌, আমার মত কেউ নেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন