Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 41:20 - কিতাবুল মোকাদ্দস

20 যেন তারা দেখে, জেনে ও বিবেচনা করে একেবারে নিশ্চয় বুঝতে পারে যে, মাবুদের হাত এই কাজ করেছে, ইসরাইলের পবিত্রতম তা সৃষ্টি করেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 যেন লোকেরা দেখে ও জানতে পায়, বিবেচনা করে ও বুঝতে পারে, যে সদাপ্রভুরই হাত এসব করেছে, ইস্রায়েলের পবিত্রতম জন এ সকল সৃষ্টি করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 মানুষ দেখবে এই দৃশ্য এবং জানবে, আমি, প্রভু পরমেশ্বর এ অরণ্য করেছি রচনা। তারা বুঝবে, এ ঘটনা হয়েছে সম্ভব ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বরের ক্ষমতায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 যেন তাহারা দেখিয়া জানিয়া, বিবেচনা করিয়া একেবারে নিশ্চয় বুঝিতে পারে যে, সদাপ্রভুর হস্ত এই কার্য্য করিয়াছে, ইস্রায়েলের পবিত্রতম ইহা সৃষ্টি করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 লোকরা এই জিনিসগুলি দেখবে এবং তারা জানতে পারবে প্রভুই এই কর্ম করেছেন। মানুষ এইসব দেখতে পাবে, তারা বুঝতে শুরু করবে যে ইস্রায়েলের পবিত্রতম (ঈশ্বর) এগুলি সৃষ্টি করেছেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 যাতে লোকেরা দেখে, জেনে ও বিবেচনা করে বুঝতে পারে যে, সদাপ্রভুর হাতই এই কাজ করেছে, ইস্রায়েলের পবিত্রতম ঈশ্বর এই সব করেছেন।”

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 41:20
20 ক্রস রেফারেন্স  

এসব দেখে কে না জানে যে, মাবুদেরই হাতই এসব সম্পন্ন করেছে;


হে বেহেশতগুলো, তোমরা আনন্দ-রব কর, কেননা মাবুদ এই কাজ করেছেন; হে দুনিয়ার অধঃস্থানগুলো জয়-জয়ধ্বনি কর; হে পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে বন ও তার মধ্যেকার সকল গাছপালা, তোমরাও আনন্দ-গান কর কেননা মাবুদ ইয়াকুবকে মুক্ত করেছেন, এবং ইসরাইলের মধ্যে নিজেকে মহিমান্বিত করবেন।


সেই যে লোকবৃন্দকে আমি নিজের জন্য সৃষ্টি করেছি, তারা আমার প্রশংসা তবলিগ করবে।


কিন্তু বাস্তবিক আমি এজন্যই তোমাকে স্থাপন করেছি যেন আমার ক্ষমতা তোমাকে দেখাই ও সারা দুনিয়াতে আমার নাম কীর্তিত হয়।


তা সেদিন ঘটবে যেদিন তিনি আপন পবিত্র লোকদের মাঝে মহিমান্বিত হবার এবং যারা ঈমান এনেছে তাদের সকলের মাঝে বিস্ময়ের পাত্র হবার জন্য আগমন করবেন; কেননা তোমাদের কাছে আমাদের সাক্ষ্যদান বিশ্বাসে গৃহীত হয়েছে।


যেন তারা জানতে পারে যে, এই তোমার হাত, তুমিই, হে মাবুদ, এসব করেছ।


আমিই তাদের কাজকর্ম ও কল্পনাগুলো জানি। সেই সময় উপস্থিত, যখন আমি সমস্ত জাতির ও সমস্ত ভাষাবাদী লোককে সংগ্রহ করবো; তারা এসে আমার মহিমা দর্শন করবে।


নিশ্চয়ই ইয়াকুবের বিরুদ্ধে কোন মায়াশক্তি, বা ইসরাইলের বিরুদ্ধে কোন মন্ত্র কার্যকর হবে না; এখন ইয়াকুবের ও ইসরাইলের বিষয় বলা যাবে, আল্লাহ্‌ কি না সাধন করেছেন।


আর আমি তোমাদেরকে আমার লোক হিসেবে গ্রহণ করবো ও তোমাদের আল্লাহ্‌ হব; তাতে তোমরা জানতে পারবে যে, আমিই মাবুদ, তোমাদের আল্লাহ্‌, যিনি তোমাদেরকে মিসরীয়দের অধীনতা থেকে বের করে এনেছেন।


আর ভ্রান্ত-রূহ্‌গ্রস্ত লোকেরা বিবেচনার কথা বুঝবে, বচসাকারীরা পাণ্ডিত্য শিখিবে।


আর মাবুদের মহিমা প্রকাশ পাবে, আর সমস্ত মানুষ একসঙ্গে তা দেখবে, কারণ মাবুদ এই কথা বলেছেন।’


আমিই মাবুদ, তোমাদের পবিত্রতম, ইসরাইলের সৃষ্টিকর্তা, তোমাদের বাদশাহ্‌।


আর বাদশাহ্‌রা তোমার রক্ষণাবেক্ষণকারী পালক ও তাদের রাণীরা তোমার ধাত্রী হবে; তারা ভূমিতে মুখ রেখে তোমার কাছে সেজ্‌দা করবে, ও তোমার পায়ের ধূলি চাটবে; আর তুমি জানতে পারবে, আমিই মাবুদ; যারা আমার অপেক্ষা করে, তারা লজ্জিত হবে না।


এসব দেখলে তোমাদের হৃদয় প্রফুল্ল হবে, তোমাদের সমস্ত অস্থি নবীন ঘাসের মত সতেজ হবে; এবং মাবুদের হাত তাঁর গোলামদের কাছে আত্ম পরিচয় প্রকাশ করবে, আর তিনি তাঁর দুশমনদের প্রতি কুপিত হবেন।


এও বাহিনীগণের মাবুদ থেকে হয়; তিনি মন্ত্রণাতে আশ্চর্য ও বুদ্ধিকৌশলে মহান।


এসব কার কৃত, কার সাধিত? কে বংশ পরমপরাকে আদি থেকে আহ্বান করেন? আমি মাবুদ আদি এবং সেই আমি শেষকালীন লোকদের সহবর্তী।


সমস্ত কিছুই তো আমার হাতের তৈরি, তাই এসব উৎপন্ন হল, মাবুদ এই কথা বলেন। কিন্তু এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে দুঃখী, ভগ্নরূহ্‌ সম্পন্ন ও আমার কথায় কাঁপে, তার প্রতি আমি দৃষ্টিপাত করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন