Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 40:29 - কিতাবুল মোকাদ্দস

29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 সজীব করেন তিনি শ্রান্তজনকে দুর্বলকে করেন শক্তিদান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন। ক্ষমতাহীনদের ক্ষমতাবান করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 তিনি ক্লান্তকে শক্তি দেন আর দুর্বলদের আবার শক্তিমান করেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 40:29
17 ক্রস রেফারেন্স  

ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার আল্লাহ্‌; আমি তোমাকে পরাক্রম দেব; আমি তোমার সাহায্য করবো; আমি নিজের ধর্মশীলতার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবো।


যিনি আমাকে শক্তি দেন তাঁর জন্য আমি সবই করতে পারি।


তোমরা আনন্দের সঙ্গে সমপূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশ করার জন্য তাঁর মহিমার পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও;


আর আমি তাদেরকে মাবুদে বিক্রমশালী করবো এবং তারা তাঁর নামে চলাচল করবে, মাবুদ এই কথা বলেন।


কারণ আমি আপ্যায়িত করেছি ক্লান্ত প্রাণকে এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করেছি।


মাবুদ নিজের লোকদের বল দেবেন; মাবুদ তাঁর লোকদের শান্তি দিয়ে দোয়া করবেন।


আল্লাহ্‌ সার্বভৌম মাবুদ শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন, কিভাবে ক্লান্ত লোককে কালাম দ্বারা সুস্থির করতে হয়; যেন আমি বুঝতে পারি, তিনি প্রতি প্রভাতে জাগিয়ে দেন, আমার কান সজাগ করেন, যেন আমি শিক্ষার্থীদের মত শুনতে পাই।


তোমার অর্গল লোহা ও ব্রোঞ্জের হবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হবে।


আগুনের তেজ নিভিয়ে ফেললেন, তলোয়ারের মুখ এড়ালেন, দুর্বলতা থেকে শক্তি লাভ করলেন, যুদ্ধে বিক্রমশালী হলেন, বিজাতীয়দের সৈন্যশ্রেণী তাড়িয়ে দিলেন।


কিন্তু তার ধনুক দৃঢ় থাকলো, তার বাহুযুগল বলবান রইলো, ইয়াকুবের সেই শক্তিমানে বাহু দ্বারা, সেই পালকের নামে যিনি ইসরাইলের শৈল,


এজন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাইরের সত্তা যদিও ক্ষীণ হচ্ছে, তবুও অন্তরের সত্তা দিন দিন নতুনীকৃত হচ্ছে।


তাতে আল্লাহ্‌ লিহীতে একটি ফাঁপা স্থান খুলে দিলেন ও তা থেকে পানি বের হল; তখন তিনি পানি পান করলে তাঁর প্রাণ ফিরে এল ও তিনি সজীব হলেন; অতএব তার নাম ঐন্‌-হক্কোরী (আহ্বানকারীর ফোয়ারা) রাখা হল; তা আজও লিহীতে আছে।


হে আল্লাহ্‌, তুমি তোমার পবিত্র স্থানে ভয়াবহ; ইসরাইলের আল্লাহ্‌, তিনিই তাঁর লোকদেরকে পরাক্রম ও শক্তি দেন। আল্লাহ্‌ ধন্য হোন।


শক্তিশালীদের ধনুক ভগ্ন হল, যাদের স্খলন হয়েছে তারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে।


কারণ তারা সকলে আমাদেরকে ভয় দেখাতে চাইত, বলতো, এই কাজে ওদের হাত দুর্বল হোক, তাতে তা সমাপ্ত হবে না। কিন্তু এখন, হে আল্লাহ্‌, তুমি আমার হাত সবল কর।


তোমার লোকবৃন্দ তার মধ্যে বাস করলো; হে আল্লাহ্‌, তুমি তোমার মঙ্গলভাবে দুঃখীর জন্য আয়োজন করলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন