Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 40:27 - কিতাবুল মোকাদ্দস

27 হে ইয়াকুব, তুমি কেন বলছো, হে ইসরাইল, কেন তুমি বলছো, আমার পথ মাবুদের কাছ থেকে লুকানো, আমার বিচার আমার আল্লাহ্‌ থেকে সরে গেছে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

27 ওহে যাকোব, তুমি কেন অভিযোগ করো? ওহে ইস্রায়েল, তুমি কেন বলো, “আমার পথ সদাপ্রভুর কাছ থেকে গুপ্ত; আমার অধিকার আমার ঈশ্বরের কাছে অবজ্ঞার বিষয়?”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 হে ইসরায়েল, তবে কেন কর অনুযোগ এই কথা বলে: প্রভু পরমেশ্বর জানেন না তোমার দুর্দশার কথা অথবা করেন না তিনি কোন প্রতিকার হয়ে থাক যদি অন্যায় অবিচারের শিকার!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 যে যাকোব, তুমি কেন কহিতেছ, হে ইস্রায়েল, কেন তুমি বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে? তুমি কি জ্ঞাত হও নাই?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 যাকোবের লোকরা, এসবই সত্য! ইস্রায়েল, তোমারও এইসব বিশ্বাস করা উচিৎ‌! তবু কেন তোমরা বলছ, “আমরা কেমনভাবে জীবনযাপন করছি তা প্রভু দেখতে পাবেন না এবং আমাদের শাস্তি দিতে পারবেন না?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 হে যাকোব, কেন তুমি বলছ, হে ইস্রায়েল, কেন তুমি এই নালিশ করছ, “আমার পথ সদাপ্রভুর কাছ থেকে লুকানো রয়েছে, আমার ন্যায়বিচার পাবার অধিকার আমার ঈশ্বর অগ্রাহ্য করেছেন”?

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 40:27
10 ক্রস রেফারেন্স  

কিন্তু আমি বললাম, আহা! আমি পণ্ডশ্রম করেছি, শূন্যতা ও অসারতার জন্য আমার শক্তি ব্যয় করেছি; নিশ্চয়ই আমার বিচার মাবুদের কাছে, আমার শ্রমের ফল আমার আল্লাহ্‌র কাছে রয়েছে।


কিন্তু সিয়োন বললো, মাবুদ আমাকে ত্যাগ করেছেন, প্রভু আমাকে ভুলে গেছেন।


জীবন্ত আল্লাহ্‌র কসম— যিনি আমার বিচার অগ্রাহ্য করেছেন, সর্বশক্তিমানের কসম— যিনি আমার প্রাণ তিক্ত করেছেন,


দেখুন, আইউব বললেন, আমি ধার্মিক, কিন্তু আমার যা ন্যায্য, আল্লাহ্‌ তা হরণ করেছেন;


মাবুদ, তুমি আমার আল্লাহ্‌; আমি তোমার প্রতিষ্ঠা করবো, তোমার নামের প্রশংসা করবো; কেননা তুমি অলৌকিক কাজ করেছ; বিশ্বস্ততায় ও সত্যে তুমি পুরাকালীন মন্ত্রণাগুলো সাধন করেছ।


আমি ক্রুদ্ধ হয়ে এক নিমেষমাত্র তোমার কাছ থেকে আমার মুখ লুকিয়েছিলাম, কিন্তু অনন্তকালস্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করবো, এই কথা তোমার মুক্তিদাতা মাবুদ বলেন।


পরে দাউদ মনে মনে বললেন, এর মধ্যে কোন এক দিন আমি তালুতের হাতে বিনষ্ট হবো। ফিলিস্তিনীদের দেশে পালিয়ে যাওয়া ছাড়া আমার আর মঙ্গল নেই; সেখানে গেলে তালুত ইসরাইলের সমস্ত অঞ্চলে আমার খোঁজ করতে ক্ষান্ত হবেন এবং আমি তাঁর হাত থেকে রক্ষা পাব।


তিনি, আমার জন্য যা নির্ধারিত, তা-ই সফল করেন, এবং এরকম অনেক কাজ তাঁর কাছে রয়েছে।


হে ইয়াকুব, হে ইসরাইল, তুমি এসব স্মরণ কর, কেননা তুমি আমার গোলাম, আমি তোমাকে গঠন করেছি; তুমি আমার গোলাম; হে ইসরাইল, আমি তোমাকে ভুলে যাব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন