যিশাইয় 4:3 - কিতাবুল মোকাদ্দস3 আর সিয়োনে যে কেউ অবশিষ্ট থাকবে ও জেরুশালেমে যে কেউ বাকী থাকবে— জেরুশালেমে জীবিতদের মধ্যে যার যার নাম লেখা আছে— সে পবিত্র বলে আখ্যাত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ3 সিয়োনে যাদের ছেড়ে যাওয়া হয়েছে, যারা জেরুশালেমে থেকে গেছে, তারা পবিত্র নামে আখ্যাত হবে। জেরুশালেমে তাদের সবার নাম জীবিত বলে নথিভুক্ত থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 যারা জেরুশালেমে রয়ে গেছে, যাদের ঈশ্বর বেঁচে থাকার জন্য মনোনীত করেছেন, তাদের প্রত্যেককে পবিত্ররূপে গণ্য করা হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর সিয়োনে যে কেহ অবশিষ্ট থাকিবে, ও যিরূশালেমে যে কেহ বাকী থাকিবে—যিরূশালেমে জীবিতগণের মধ্যে যে কাহারও নাম লিখিত আছে—সে পবিত্র বলিয়া আখ্যাত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 এই সময় সিয়োন এবং জেরুশালেমে তখনও বসবাস করা লোকদের পবিত্র মানুষ বলে গণ্য করা হবে। যাদের নাম বিশেষ তালিকায় থাকবে তারাই ভাগ্যবান, পবিত্র মানুষ বলে বিবেচিত হবে। এবং এই তালিকাভুক্ত লোকদেরই বাস করে যাওয়ার অনুমতি দেওয়া হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 পরে সিয়োনে যারা বাকি থাকবে ও যিরূশালেমে যে কেউ বাকি থাকবে যিরূশালেমে জাতিদের মধ্যে যে কারোর নাম লেখা আছে সে পবিত্র বলে আখ্যাত হবে। অধ্যায় দেখুন |