Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 38:12 - কিতাবুল মোকাদ্দস

12 ভেড়ার রাখালের তাঁবুর মত আমার আবাস উঠিয়ে আমার কাছ থেকে নিয়ে নেওয় হল; আমি তন্তুবায়ের মত আমার আয়ু গুটালাম; তিনি তাঁত থেকে আমাকে কেটে ফেললেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 আমার কাছ থেকে আমার আবাস মেষশাবকের তাঁবুর মতো তুলে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁতির মতো আমি আমার জীবন গুটিয়ে ফেলেছি এবং তিনি তাঁত থেকে আমাকে ছিন্ন করেছেন; দিনে ও রাতে তুমি আমার জীবন শেষ করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 আমি ভেবেছিলাম, জীবন আমার বুঝি সাঙ্গ হয়ে গেল যেন শিবির তুলে নেওয়া হল, তাঁত থেকে কাপড় নেওয়া হল কেটে। ভেবেছিলাম, ঈশ্বর বুঝি টেনে দিলেন পূর্ণচ্ছেদ জীবনে আমার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 মেষপালকের তাম্বুর ন্যায় আমার আবাস উঠাইয়া আমা হইতে স্থানান্তর করা গেল; আমি তন্তুবায়ের ন্যায় আপন আয়ু জড়াইলাম; তিনি তাঁত হইতে আমাকে কাটিয়া ফেলিবেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 আমার জীবনকে তছনছ করে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁতী যেমন তাঁত থেকে কাপড়ের টুকরো কেটে নেয় তেমন করে আমি আমার জীবনকে কেটে ছোট করেছি। এক দিনেই আপনি আমায় শেষ করে দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 মেষপালকের তাঁবুতে আমার প্রাণ সরে যায় এবং আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাঁতীদের মত করে আমার জীবন ঘূর্ণিত হয়েছে। তুমি কাঁটা থেকে আমাকে কেটে ফেলছ। রাতের মধ্যে তুমি আমাকে শেষ করে দেবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 38:12
20 ক্রস রেফারেন্স  

তুমি কাপড়ের মত সেসব গুটিয়ে রাখবে, কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে; কিন্তু তুমি যে, সেই আছ এবং তোমার বছরগুলো কখনও শেষ হবে না।”


কারণ আমরা জানি, যদি আমাদের এই তাঁবুর মত দুনিয়াবী গৃহ ভেঙ্গে যায়, তবে আল্লাহ্‌দত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই গৃহ হস্তনির্মিত নয়, তা অনন্তকালস্থায়ী ও বেহেশতে অবস্থিত।


কেননা আমি সমস্ত দিন আহত হয়েছি, প্রতি প্রভাতে শাস্তি পেয়েছি।


তোমরা তো আগামীকালের বিষয়ে জান না: তোমাদের জীবন কি রকম? তোমরা তো বাষ্পস্বরূপ, যা কিছুক্ষণের জন্য থাকে, পরে অন্তর্হিত হয়।


আর বাস্তবিক এই তাঁবুতে থেকে আমরা ভারাক্রান্ত হওয়াতে আর্তস্বর করছি; কেননা আমরা পরিচ্ছদ-বিহীন হতে বাসনা করি না, কিন্তু এর উপরে পরিহিত হতে বাসনা করি, যেন যা মরণশীল, তা জীবনের দ্বারা কবলিত হয়।


তার মধ্যে আর কখনও বসতি হবে না, পুরুষপুরুষানুক্রমে সেই স্থানে কেউ বাস করবে না, আরবীয়েরাও সে স্থানে তাঁবু ফেলবে না, ভেড়ার রাখালেরাও সেখানে নিজ নিজ পাল শয়ন করাবে না।


আঙ্গুর-ক্ষেতের কুটির, শশা-ক্ষেতের কুঁড়ে-ঘর কিংবা অবরুদ্ধ নগর যেমন, সিয়োন-কন্যা তেমনি হয়ে পড়েছে।


শাসনকর্তারাও আমার বিপক্ষে কথা বললেও, তোমার এই গোলাম তোমার বিধি ধ্যান করে।


আমার দিন হেলে পড়া ছায়ার মত, আমি ঘাসের মত শুকিয়ে যাচ্ছি।


আমি অধৈর্য হয়ে বলেছিলাম, আমি তোমার নয়নগোচর থেকে বিচ্ছিন্ন, কিন্তু তোমার উদ্দেশে আর্তনাদ করলে তুমি আমার ফরিয়াদ শুনলে।


আমার জীবন শেষ হয়েছে, আমার আয়ু আসন্ন, কবর আমার জন্য প্রস্তুত।


সে ফুলের মত প্রস্ফুটিত হয়ে ম্লান হয়, সে ছায়ার মত চলে যায়, স্থির থাকে না;


হ্যাঁ, আল্লাহ্‌ অনুগ্রহ করে আমাকে চূর্ণ করুন, হাত প্রসারণ করে আমাকে কেটে ফেলুন;


তারা চিরতরে বিনষ্ট হয়, কেউ চিন্তা করে না।


তুমি তাদেরকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তারা স্বপ্নের মত; খুব ভোরে তারা ঘাসের মত বেড়ে উঠে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন