Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 33:10 - কিতাবুল মোকাদ্দস

10 মাবুদ বলেন, আমি এখন উঠবো, এখন উন্নত হব, এখন গৌরবান্বিত হব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

10 সদাপ্রভু বলছেন, “এবার আমি উঠে দাঁড়াব, এবারে আমি মহিমান্বিত হব; এবারে আমাকে উঁচুতে তুলে ধরা হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 জাতিবৃন্দকে প্রভু পরমেশ্বর বলছেন, এবার আমি সক্রিয় হয়ে উঠব, দেখাব কত ক্ষমতাবান আমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 সদাপ্রভু কহেন, আমি এখন উঠিব, এখন উন্নত হইব, এখন উচ্চীকৃত হইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 প্রভু বলেন, “আমি এখন উঠে দাঁড়াব এবং আমার মহত্ব দেখাব। এখন আমি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 সদাপ্রভু বলছেন, “এবার আমি উঠব,” “এখন আমি উন্নত হব, এবার আমি উঁচু হব।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 33:10
20 ক্রস রেফারেন্স  

দুঃখীদের সর্বনাশ, দীনহীনের কাতরোক্তির দরুন, আমি এখন উঠবো, মাবুদ বলেন, যারা নিরাপদে থাকার আকাঙ্খা করে আমি তাদের নিরাপদে রাখব।


ধিক্‌ তাদেরকে যারা সিয়োনে নিশ্চিন্ত বাস করছে ও তাদেরকে যারা সামেরিয়া পর্বতে নির্ভয়ে বাস করছে, জাতিদের শ্রেষ্ঠাংশের মধ্যে যারা প্রসিদ্ধ, ইসরাইল-কুল যাদের শরণাগত।


এজন্য মাবুদ বলেন, তোমরা সেদিন পর্যন্ত আমার অপেক্ষায় থাক, যেদিন আমি হরণ করতে উঠবো; কেননা আমার বিচার এই; আমি জাতিদেরকে সংগ্রহ করে ও রাজ্য সকল একত্র করে তাদের উপরে আমার গজব, আমার সমস্ত ক্রোধের আগুন ঢেলে দেব; বস্তুত আমার অন্তর্জ্বালার তাপে সমস্ত দুনিয়া আগুনে পুড়ে যাবে।


দেখ, প্রভু, বাহিনীগণের মাবুদ, ভয়ঙ্করভাবে ডালগুলো ভেঙ্গে ফেলবেন; তাতে অতি উঁচু মাথাবিশিষ্ট সমস্ত গাছ ছিন্ন হবে ও অতি উন্নত গাছগুলো ভূমিসাৎ হবে।


অতএব প্রভু, বাহিনীগণের মাবুদ, তার স্থূলকায় লোকদের মধ্যে কৃশতা প্রেরণ করবেন ও তার প্রতাপের নিচে জলন্ত শিখার মত আগুন জ্বলবে।


তখন প্রভু জাগলেন, ঘুম থেকে জেগে উঠবার মত, আঙ্গুর-রসের কারণে আনন্দে চিৎকার করা বীরের মত।


তোমরা ক্ষান্ত হও; জেনো, আমিই আল্লাহ্‌; আমি জাতিদের মধ্যে উন্নত হব, আমি দুনিয়াতে উন্নত হব।


হে মাবুদ, ক্রোধভরে উত্থান কর, আমার দুশমনদের ক্রোধের প্রতিকূলে উঠ, আমার পক্ষে জাগ্রত হও; তুমি বিচারের হুকুম দিয়েছ।


আর ফেরাউন ও তার সমস্ত রথ ও তার ঘোড়সওয়ারদের দ্বারা আমি মহিমান্বিত হলে মিসরীয়েরা জানতে পারবে যে, আমিই মাবুদ।


আর পাহাড়ের গহ্বরে ও শৈলগুলোর ফাটলে প্রবেশ করবে, মাবুদের ভয়ানকতার দরুন, ও তাঁর মহিমার উজ্জ্বলতার দরুন, যখন তিনি দুনিয়াকে কাঁপাতে উঠবেন।


কে আমার পক্ষে হয়ে দুরাচারদের বিরুদ্ধে উঠবে? কে আমার পক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াবে?


আর সকল মূর্তি নিঃশেষে বিলুপ্ত হবে। আর লোকেরা শৈলের গুহা ও ধূলির গর্তে প্রবেশ করবে, মাবুদের ভয়ংকরতার দরুন ও তাঁর মহিমার উজ্জ্বলতার দরুন, যখন তিনি দুনিয়াকে কাঁপাতে উঠবেন।


কিন্তু বাহিনীগণের মাবুদ বিচারে উন্নত হন, পবিত্রতম আল্লাহ্‌ ধর্মশীলতায় পবিত্র বলে মান্য হন।


মাবুদের সমস্ত কালাম নির্মল কালাম; তা মাটির উপরে আগুনের চুল্লিতে খাঁটি করা রূপার মত, সাতবার পরিষ্কৃত রূপার মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন