যিশাইয় 3:3 - কিতাবুল মোকাদ্দস3 পঞ্চাশপতি, সম্ভ্রান্ত লোক, মন্ত্রী, নিপুণ শিল্পী ও বশীকরণে জ্ঞানী, সকলেই দূর করে দেওয়া হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ3 পঞ্চাশ-সেনাপতি ও পদস্থ ব্যক্তি, পরামর্শদাতা, নিপুণ কারিগর ও চতুর জাদুকর সবাইকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তাদের ভবিষ্যদ্বক্তা ও কূটনীতিজ্ঞদের, সেনাবাহিনী ও অসামরিক নেতাদের, রাজনীতিকদের, যাদুবিদ্যা দিয়ে যারা ঘটনা নিয়ন্ত্রণ করে তাদের প্রত্যেককে তিনি সরিয়ে দেবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 পঞ্চাশৎপতি, সম্ভ্রান্ত লোক, মন্ত্রী, নিপুণ শিল্পী ও বশীকরণে জ্ঞানী, [এই সকলে দূরীকৃত হইবে]। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 যাদুকরগণ, প্রবীণগণ, সামরিক নেতাসমূহ, সরকারি প্রধানগণ, দক্ষ উপদেষ্টাগণ, দক্ষ কারিগর এবং যারা তাবিজ ব্যবহার করতে জানে তাদের সবাইকে সরিয়ে দেবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 পঞ্চাশ সৈন্যের সেনাপতি ও সম্মানিত লোক, পরামর্শদাতা, অভিজ্ঞ কারিগর এবং দক্ষ যোদ্ধা। অধ্যায় দেখুন |