Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 3:13 - কিতাবুল মোকাদ্দস

13 মাবুদ ঝগড়া করতে উঠেছেন, তিনি জাতিদের বিচার করতে দাঁড়িয়েছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 সদাপ্রভু তাঁর দরবারে অবস্থান গ্রহণ করেছেন; তিনি জাতিসমূহের বিচার করার জন্য উঠে দাঁড়িয়েছেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 প্রভু পরমেশ্বর তাঁর মামলা দায়ের করার জন্য প্রস্তুত। তিনি প্রস্তুত তাঁর প্রজাদের বিচার করার জন্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 সদাপ্রভু বিবাদ করিতে উঠিয়াছেন, তিনি জাতিগণের বিচার করিতে দাঁড়াইয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 প্রভু লোকদের বিচার করবার জন্য উত্থান করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 সদাপ্রভু বিচার স্থানে বিচার করতে উঠেছেন; তিনি তাঁর লোকদেরকে বিচার করতে দাঁড়িয়েছেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 3:13
12 ক্রস রেফারেন্স  

হে পর্বতমালা, হে দুনিয়ার অটল ভিত্তিমূলগুলো, তোমরা মাবুদের অভিযোগ শোন; কেননা তাঁর লোকদের সঙ্গে মাবুদের ঝগড়া হচ্ছে, তিনি ইসরাইলের সঙ্গে বিচার করছেন।


দুঃখীদের সর্বনাশ, দীনহীনের কাতরোক্তির দরুন, আমি এখন উঠবো, মাবুদ বলেন, যারা নিরাপদে থাকার আকাঙ্খা করে আমি তাদের নিরাপদে রাখব।


উঠ, হে আল্লাহ্‌, তোমার ঝগড়া নিষ্পন্ন কর; স্মরণ কর, মূঢ় সমস্ত দিন তোমাকে কেমন তিরস্কার করে।


আল্লাহ্‌ বেহেশতী সভায় তাঁর স্থান গ্রহণ করেছেন, তিনি দেবতাদের মধ্যে বিচার করেন।


তোমার সার্বভৌম মাবুদ, তোমার আল্লাহ্‌, যিনি তাঁর লোকদের পক্ষ সমর্থনকারী, তিনি এই কথা বলেন, দেখ, আমি মত্ততাজনক পান পাত্র, আমার ক্রোধরূপ বড় পানপাত্র, তোমার হাত থেকে নিলাম; সেই পানপাত্রে তুমি আর পান করবে না।


কেননা মাবুদ আগুন দ্বারা ও তাঁর তলোয়ার দ্বারা সমস্ত মানুষের সঙ্গে নিজের ঝগড়া নিষ্পন্ন করবেন; আর মাবুদ কর্তৃক অনেক লোক নিহত হবে।


জাতিরা জেগে উঠুক, যিহোশাফট-উপত্যকায় আসুক, কেননা সেই স্থানে আমি চারদিকের সমস্ত জাতির বিচার করতে বসবো।


মাবুদ বলছেন, এসো, আমরা উত্তর প্রত্যুত্তর করি; তোমাদের সমস্ত গুনাহ্‌ লাল রংয়ের হলেও তুষারের মত সাদা রংয়ের হবে; রক্তের মত লাল হলেও ভেড়ার লোমের মত সাদা হবে।


তোমরা একবার শোন, মাবুদ কি বলছেন; তুমি ওঠ, পর্বতমালার সম্মুখে মামলা উপস্থিত কর, উপপর্বতগুলো তোমার কথা শুনুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন