Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 29:7 - কিতাবুল মোকাদ্দস

7 তাতে সর্বজাতির যে লোকারণ্য অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, যেসব লোক তার ও তাদের দুর্গের বিরুদ্ধে যুদ্ধ করে ও তাকে সঙ্কটাপন্ন করে, তারা স্বপ্নের মত ও রাত্রিকালীন দর্শনের মত হবে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 তখন অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধকারী সব জাতির পাল পাল লোকেরা, যারা তাকে ও তার দুর্গকে আক্রমণ করে ও তাকে অবরুদ্ধ করে, তারা হবে ঠিক যেন স্বপ্নের মতো, যেমন রাত্রিবেলা কেউ দর্শন পায়,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তখন ঈশ্বরের বেদী জেরুশালেম আক্রমণকারী জাতিবর্গের সমস্ত সৈন্যবাহিনী, তাদের সমস্ত অস্ত্রশস্ত্র, সাজ-সরঞ্জাম—রাতের স্বপ্নের মত মিলিয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তাহাতে সর্ব্বজাতির যে লোকারণ্য অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে সকল লোক তাহার ও তদীয় দুর্গের বিরুদ্ধে যুদ্ধ করে, ও তাহাকে সঙ্কটাপন্ন করে, তাহারা স্বপ্নবৎ ও রাত্রিকালীন দর্শনের ন্যায় হইবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 অনেক দেশ অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওটা হবে রাতের এক দুঃস্বপ্নেরই মত। সৈন্যরা অরীয়েলকে শাস্তি দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তাতে সব জাতির জনসমাবেশ অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে সব লোক তার ও সেই দুর্গের বিরুদ্ধে যুদ্ধ করে ও তাকে বিপদগ্রস্থ করে, তারা স্বপ্নের মত ও রাতের দর্শনের মত হবে;

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 29:7
17 ক্রস রেফারেন্স  

সে রাত্রিকালীন দর্শনের মত দূরীকৃত হবে।


আর সেদিন আমি জেরুশালেমের বিরুদ্ধে আগত সমস্ত জাতিকে ধ্বংস করতে উদ্যোগী হব।


সন্ধ্যাবেলা, দেখ, ত্রাস; প্রভাতের আগেই তারা নেই। এই আমাদের সর্বস্ব-হরণকারীদের অধিকার, এই আমাদের লুণ্ঠনকারীদের পরিণতি।


নিদ্রা ভঙ্গ হলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়, তেমনি, হে মালিক, তুমি জাগলে তাদের মূর্তিগুলোকে তুচ্ছ করবে।


পরে মাবুদের ফেরেশতা যাত্রা করে আশেরীয়দের শিবিরে এক লক্ষ পঁচাশি হাজার লোককে হত্যা করলেন; লোকেরা খুব ভোরে উঠলো, আর দেখ, সমস্তই মৃত লাশ।


তাঁর সম্মুখে সমস্ত জাতি অবস্তুর মত, তিনি তাদেরকে অসার ও শূন্য জ্ঞান করেন।


দেখ, পর্বতমালার উপরে তারই পা, যে সুসমাচার নিয়ে আসে, শান্তি ঘোষণা করে; হে এহুদা, তুমি তোমার ঈদগুলো পালন কর; তোমার মানতগুলো পূর্ণ কর, কেননা পাষণ্ড আর তোমার কাছে যাতায়াত করবে না; সে সর্বতোভাবে উচ্ছিন্ন হল।


খণ্ডবিখণ্ডকারী তোমার বিরুদ্ধে উঠে এসেছে; তুমি দুর্গ রক্ষা কর, পথে প্রহরীর কাজ কর, কোমর কষে বাঁধ, নিজেকে খুব শক্তিশালী কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন