যিশাইয় 29:21 - কিতাবুল মোকাদ্দস21 তারা তো বাক্কৌশলে মানুষকে দোষী করে, নগর-দ্বারে দোষবক্তার জন্য ফাঁদ পাতে, অকারণে ধার্মিকের প্রতি অন্যায় করে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 অর্থাৎ, যারা নির্দোষকে অপরাধী সাব্যস্ত করে, যারা আদালতে প্রতিবাদীকে ফাঁদে ফেলে এবং যারা মিথ্যা সাক্ষ্যের দ্বারা নির্দোষ ব্যক্তিকে ন্যায়বিচার পেতে বঞ্চিত করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 যারা অপরের উপর দোষারোপ করে, যারা অপরাধীকে দণ্ডের হাত থেকে বাঁচায়, যারা নির্দোষকে সুবিচার লাভে বঞ্চিত করে, ঈশ্বর তাদের সংহার করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহারা ত বাক্কৌশলে মানুষকে দোষী করে, নগর-দ্বারে দোষবক্তার জন্য ফাঁদ পাতে, অকারণে ধার্ম্মিকের প্রতি অন্যায় করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 সেই সব লোক লোকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ নিয়ে আসে। আদালতে তারা বিচারকদের জন্য ফাঁদ পাতার চেষ্টা করে। তারা আইন মেনে চলা লোকদের বিরুদ্ধে মিথ্যে বিচার আনার জন্য তাদের আইনি তর্কে বিভ্রান্তি সৃষ্টি করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তারা কথা দিয়ে মানুষকে দোষী করে, যিনি দরজায় ন্যায়বিচার খোঁজে এবং ধার্ম্মিককে মিথ্যা দিয়ে নত করে। অধ্যায় দেখুন |