Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 28:24 - কিতাবুল মোকাদ্দস

24 বীজ বপন করার জন্য কৃষক কি সমস্ত দিন হাল চাষ করে ও মাটি খুঁড়ে ভূমির ঢেলা ভাঙ্গে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 কৃষক যখন বীজ বপনের জন্য জমি চাষ করে, সে কি তা চাষ করেই যায়? সে কি ক্রমাগত পাথর ভাঙ্গে ও মাটিতে মই দেয়?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 কোন চাষীই ক্ষেতে বীজ বপনের উদ্দেশ্যে মাটি তৈরী করার জন্য অবিরাম লাঙ্গল চালায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 বীজ বপন করিবার জন্য কৃষক কি সমস্ত দিন হাল বহে, ও মাটি খুঁড়িয়া ভূমির ঢেলা ভাঙ্গে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 একজন কৃষক কি সব সময় তার ক্ষেতে লাঙ্গল চালায়? না। সে কি সব সময় মাটি তৈরী করে? না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 বীজ বোনার জন্য চাষী কি পুরো দিন হাল বয়, মাটি খুঁড়ে ভূমির ঢেলা ভাঙ্গে?

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 28:24
5 ক্রস রেফারেন্স  

কারণ মাবুদ এহুদার ও জেরুশালেমের লোকদেরকে এই কথা বলেন, তোমরা তোমাদের পতিত ভূমি চাষ কর, কাঁটাবনের মধ্যে বীজ বপন করো না।


তোমরা কান দাও, আমার কথা শোন; কান দাও, আমার কালাম শোন।


ভূমিতল সমান করার পর সে কি মহুরী ছড়ায় না ও জিরা বপন করে না? এবং ভাগ ভাগ করে গম নির্ধারিত স্থানে যব ও ক্ষেতের সীমাতে জনার কি বোনে না?


রোপণের ও রোপিত বীজ উৎপাটনের কাল;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন