যিশাইয় 26:18 - কিতাবুল মোকাদ্দস18 আমরা গর্ভবতীর মত হয়েছি, আমরা ব্যথা সয়েছি, যেন বায়ু প্রসব করেছি; আমাদের দ্বারা দেশে রক্ষা পায় নি, দুনিয়া-নিবাসীরা ভূমিষ্ঠ হয় নি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 আমরা গর্ভধারণ করেছি, আমরা ব্যথায় আর্তনাদ করেছি, কিন্তু আমরা যেন বাতাস প্রসব করেছি। আমরা পৃথিবীর কাছে পরিত্রাণ আনয়ন করিনি, আমরা জগতের লোকদের কাছে জীবনও আনতে পারিনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 অসহ্য যন্ত্রণা আর তীব্র বিষাদে জর্জরিত হচ্ছি আমরা ভূমিষ্ঠ হয় না কোন জাতক এ যন্ত্রণায়। আমাদের দেশের জন্য কোন যুদ্ধ জয়ই কিরি নি আমরা, কোন কর্মই করি নি সম্পাদন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আমরা গর্ভিণী হইয়াছি, আমরা ব্যথা খাইয়াছি, যেন বায়ু প্রসব করিয়াছি; আমাদের দ্বারা দেশে পরিত্রাণ সিদ্ধ হয় নাই, জগন্নিবাসীরা ভূমিষ্ঠ হয় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 একইভাবে, আমাদের যন্ত্রণা আছে এবং আমরা জন্ম দিই, কিন্তু শুধুই বাতাস। আমরা পৃথিবীর জন্য নতুন মানুষ তৈরী করতে পারি না। আমরা দেশের জন্য মুক্তি আনতে পারি না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আমরা গর্ভবতী হয়েছি, আমরা ব্যথা খেয়েছি. যেন বায়ু প্রসব করেছি; আমাদের দ্বারা দেশে পরিত্রান সম্পন্ন হয়নি। অধ্যায় দেখুন |