Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 24:8 - কিতাবুল মোকাদ্দস

8 তম্বুরার আমোদ নিবৃত্ত হল, উল্লাসকারীদের কোলাহল শেষ হল, বীণার আমোদ নিবৃত্ত হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 খঞ্জনির উচ্চশব্দ শান্ত হয়ে গেছে, ফূর্তিবাজদের হৈ হট্টগোল স্তব্ধ হয়েছে, আনন্দমুখর বীণার রব শোনা যায় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 স্তব্ধ হয়েছে তাদের আনন্দ সঙ্গীত, থেমে গেছে পাখোয়াজ আর বীণার ঝঙ্কার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 ডম্ফের আমোদ নিবৃত্ত হইল, উল্লাসকারীদের কোলাহল শেষ হইল, বীণার আমোদ নিবৃত্ত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8-9 লোকরা তাদের আনন্দ প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। সমস্ত সুন্দর শব্দ থেমে গিয়েছে। খঞ্জর এবং বীণা থেকে নির্গত মধুর সঙ্গীত থেমে গিয়েছে। দ্রাক্ষারস পানের সময় লোকরা আর আনন্দের গান গায় না। অনুগ্র সুরার স্বাদ এখন লোকদের তেতো লাগে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 খঞ্জনির ফুর্তি, উল্লাসকারীদের কোলাহল শেষ হল, আর বীণার আনন্দ-গান সব থেমে গেল।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 24:8
16 ক্রস রেফারেন্স  

আর আমি তার সমস্ত আমোদ, তার উৎসব, অমাবস্যা, বিশ্রামবার ও ঈদগুলো বন্ধ করে দেব।


বীণাবাদকদের, গায়কদের এবং যারা বাঁশী বাজায় ও তূরী বাজায় তাদের ধ্বনি তোমার মধ্যে আর কখনও শোনা যাবে না; এবং আর কখনও কোন রকম শিল্পকারকে তোমার মধ্যে পাওয়া যাবে না; এবং যাঁতার আওয়াজ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না;


আর আমি তোমার গানের আওয়াজ বন্ধ করে দেব; এবং তোমার বীণার ধ্বনি আর শোনা যাবে না।


তখন আমি এহুদার সকল নগরে ও জেরুশালেমের সকল পথে আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর ও কন্যার কণ্ঠস্বর নিবৃত্ত করবো; কেননা দেশ ধ্বংসস্থান হয়ে পড়বে।


আর এদের মধ্য থেকে আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর, কন্যার কণ্ঠস্বর, যাঁতার আওয়াজ ও প্রদীপের আলো সংহার করবো।


কেননা বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, দেখ, আমি এই স্থানে তোমাদের দৃষ্টি-গোচরে, তোমাদের বর্তমান সময়ে, আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর ও কন্যার কণ্ঠস্বর নিবৃত্ত করবো।


বীণা ও নেবল, তবল ও বাঁশী ও আঙ্গুর-রস, এসব তাদের ভোজে বিদ্যমান; কিন্তু তারা মাবুদের কাজ লক্ষ্য করে না, তাঁর হাতের কাজ দেখলো না।


আমার বীণার সুর আজ হাহাকারে পরিণত, আমার বাঁশীর সুরে শোনা যাচ্ছে বিলাপের কান্না।


আমরা সেই স্থানের বাইশী গাছে নিজ নিজ বীণা টাঙ্গিয়ে রাখতাম।


এই কারণ পাতাল তার উদর বিস্তার করেছে, অপরিমিতরূপে মুখ খুলে হা করেছে; আর ওদের আভিজাত্য, ওদের লোকারণ্য, ওদের কলহ এবং যারা ওদের মধ্যে উল্লাস করে সকলে সেখানে নেমে যাচ্ছে।


আর ফলবান ক্ষেত থেকে আনন্দ ও উল্লাস দূরীকৃত হল; আঙ্গুর-ক্ষেতের লোকেরা আর আনন্দগান বা আনন্দে চিৎকার করে না; কেউ পা দিয়ে চেপে চেপে কুণ্ডে আর আঙ্গুর-রস বের করে না, আমি আঙ্গুরপেষণের গান নিবৃত্ত করিয়েছি।


প্রাচীনেরা তোরণদ্বারে উপবেশনে নিবৃত্ত, যুবকরা বাদ্য বাদনে নিবৃত্ত হয়েছে;


তুমি আল্লাহ্‌র বাগান আদনে ছিলে; সব রকম দামী দামী পাথর, চূণি, পীতমণি, হীরক, বৈদূর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্তমণি ও মরকত এবং সোনা তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাক ও বাঁশীর কারুকার্য তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টির দিনে এসব প্রস্তুত হয়েছিল।


দেখ, সেই রাত বন্ধ্যা হোক, আনন্দগান তাতে প্রবেশ না করুক।


এজন্য এখন তারা প্রথম নির্বাসিত লোকদের সঙ্গে নির্বাসিত হবে ও আরামে শয়নকারীদের আনন্দ-চিৎকার শেষ হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন