যিশাইয় 21:3 - কিতাবুল মোকাদ্দস3 এতে আমার সমস্ত কোমরে তীব্র যন্ত্রণা দেখা দিল, প্রসবকারিণীর ব্যথার মত আমার ব্যথা হল; আমি এমন নুইয়ে পড়েছি যে, শুনতে পাই না, আমি এমন ভয় পেয়েছি যে, দেখতে পাই না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ3 এতে আমার শরীর বেদনায় জর্জরিত হল, প্রসববেদনাগ্রস্ত নারীর মতো আমার শরীরে ব্যথা হল; আমি যা শুনি, তাতে হত-বিহ্বল হই, আমি যা শুনি, তাতে চমকিত হই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 এই দিব্যদর্শন আমি যা দেখলাম ও শুনলাম, তাতে ভয়াবহ সন্ত্রাস আমাকে ঘিরে ধরেছে, প্রসববেদনার মত দারুন যন্ত্রণায় আমি কাতর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 ইহাতে আমার সমস্ত কটিদেশে অঙ্গগ্রহ হইল, প্রসবকারিণীর ব্যথার ন্যায় আমার ব্যথা ধরিল; আমি এমন নুইয়া পড়িয়াছি যে, শুনিতে পাই না, আমি এমন বিহ্বল হইয়াছি যে, দেখিতে পাই না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আমি ঐসব ভয়ঙ্কর জিনিস দেখেছি। এখন আমি ভীত-সন্ত্রস্ত। ভয়ের কারণে পাকস্থলীতে ব্যথা পাচ্ছি। ঐ ব্যথা প্রসব যন্ত্রণার মতো। যা কিছু শুনছি তাই আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। যা কিছু দেখছি তাতে আমি ভয়ে কাঁপছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 অতএব আমার কোমর ব্যথায় পূর্ণ হল, স্ত্রীলোকের প্রসব-যন্ত্রণার মত যন্ত্রণা আমাকে ধরেছে। আমি এমন নত হয়েছি যে, শুনতে পাচ্ছি না, এমন উত্তেজিত হয়েছি যে, দেখতে পাচ্ছি না। অধ্যায় দেখুন |