যিশাইয় 20:1 - কিতাবুল মোকাদ্দস1 যে বছর আসেরিয়ার বাদশাহ্ সর্গোনের প্রেরিত তর্তন [সেনাপতি] অস্দোদে আসেন, আর অস্দোদের বিরুদ্ধে যুদ্ধ করে তা হস্তগত করেন, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 যে বছর আসিরীয় রাজা সর্গোনের পাঠানো প্রধান সেনাপতি অস্দোদে এসে, তা আক্রমণ করে অধিকার করেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 আসিরিয়ার সম্রাট সর্গনের আদেশে আসিরিয়ার সৈন্যবাহিনীর সেনাপতি অসদোদ আক্রমণ করে অধিকার করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 যে বৎসর অশূর-রাজ সর্গোনের প্রেরিত তর্ত্তন [সেনাপতি] অস্দোদে আইসেন, আর অস্দোদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সর্গোন ছিলেন অশূরের রাজা। সর্গোন তাঁর সেনাপতি তর্ত্তনকে অস্দোদ শহরের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান। তর্ত্তন সেখানে গিয়ে শহরটি দখল করে নেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 যে বছরে অধিপতি অসদোদে আসলেন, অশূরের রাজা সার্গোন তাকে পাঠিয়ে দিলেন, তিনি অসদোদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং তা গ্রহণ করলেন। অধ্যায় দেখুন |