যিশাইয় 15:4 - কিতাবুল মোকাদ্দস4 হিষ্বোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের আর্তনাদ যহস পর্যন্ত শোনা যাচ্ছে; সেজন্য মোয়াবের যোদ্ধারা আর্তনাদ করছে; তার প্রাণ তার মধ্যে কাঁপছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 হিষ্বোন ও ইলিয়ালী ক্রন্দন করে, তাদের কণ্ঠস্বর যহস পর্যন্ত শোনা যায়। তাই সশস্ত্র মোয়াবের লোকেরা চিৎকার করে, তাদের হৃদয় মূর্ছিত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হিশ্বোন ও ইলিয়ালীর মানুষ কাঁদছে, সুদূর যহস পর্যন্ত শোনা যাচ্ছে তাদের ক্রন্দনধ্বনি। সৈন্যবাহিনীও ত্রাসে কাঁপছে, লোপ পেয়েছে তাদের শৌর্য-বীর্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হিশ্বোন ও ইলিয়ালী ক্রন্দন করিতেছে; তাহাদের রব যহস পর্য্যন্ত শুনা যাইতেছে; তজ্জন্য মোয়াবের যোদ্ধৃগণ আর্ত্তনাদ করিতেছে; তাহার প্রাণ তাহার মধ্যে কম্পিত হইতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 হিশ্বোন ও ইলিয়ালী শহরের লোকরা এত জোরে কান্নাকাটি করছে যে, সুদূর যহস পর্যন্ত তার শব্দ শোনা যাচ্ছে। এমনকি সেনারাও আকস্মিক ভয় পেয়ে গিয়েছে। তারা ভয়ে কাঁপছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 হিশবোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের গলার স্বর যহস পর্যন্ত শোনা যাচ্ছে। সেইজন্য মোয়াবের সৈন্যেরাও চিত্কার করে কাঁদছে এবং তাদের হৃদয় ভয়ে কাঁপছে। অধ্যায় দেখুন |