যিশাইয় 14:31 - কিতাবুল মোকাদ্দস31 হে তোরণদ্বার, হাহাকার কর; হে নগর, কাঁদ; হে ফিলিস্তিন, তুমি বিলীন, তোমার সমসস্ত কিছু বিলীন; কেননা উত্তর দিক থেকে ধোঁয়া আসছে, আর ওর শ্রেণী থেকে কেউ সরে যায় না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ31 ওহে তোরণদ্বার, বিলাপ করো! ওহে নগর, একটানা আর্তনাদ করো! ফিলিস্তিনী তোমরা সবাই গলে যাও! উত্তর দিক থেকে এক ধোঁয়ার মেঘ আসছে, তাদের সৈন্যশ্রেণীর একজনও স্থানচ্যূত হয় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 হে ফিলিস্তিয়ার নগর-জনপদ, হাহাকার কর, চীৎকার করে কাঁদ সাহায্যের জন্য। ভয়ে, আতঙ্কে সন্ত্রস্ত হয়ে ওঠ সকলে! উত্তর দিক থেকে ধূলিমেঘ ছুটে আসছে, এ হল এমন এক সৈন্যবাহিনী, যেখানে কাপুরুষের কোন স্থান নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 হে পুরদ্বার, হাহাকার কর; হে নগর, ক্রন্দন কর; হে পলেষ্টিয়া, তুমি বিলীন, তোমার সমুদয় বিলীন; কেননা উত্তর দিক্ হইতে ধূম আসিতেছে, আর উহার শ্রেণী হইতে কেহ সরিয়া যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 হে পুরদ্বারবাসী তোমরা কাঁদ! হে পুরবাসী তোমরা বিলাপ কর! হে পলেষ্টীয়বাসী তোমরা ভয় পাবে। তোমাদের সাহস গরম মোমের মতো গলে যাবে। দেখ, ধোঁয়া উত্তরের দিক থেকে আসছে! অশূর থেকে শক্তিশালী সেনাবাহিনী আসছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 হে প্রবেশদ্বার, কাঁদ, হে শহর; কাঁদ। হে পলেষ্টিয়া, তোমার সবাই মিলিয়ে যাবে। কারণ উত্তর দিক থেকে ধোঁয়ার মেঘ আসছে এবং ওর শ্রেণী থেকে কেউই পথভ্রষ্ট হচ্ছে না। অধ্যায় দেখুন |