Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 13:6 - কিতাবুল মোকাদ্দস

6 হাহাকার কর, কেননা মাবুদের দিন নিকটবর্তী; সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মত তা আসছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 তোমরা বিলাপ করো, কারণ সদাপ্রভুর দিন এসে পড়েছে; সর্বশক্তিমানের কাছ থেকে ধ্বংসের জন্যই তা আসবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 হাহাকার কর তোমরা! প্রভু পরমেশ্বরের নিরূপিত সেই দিন আসন্ন, যে দিন সর্বনাশা প্রলয় নেমে আসবে সর্বশক্তিমানের কাছ থেকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 হাহাকার কর, কেননা সদাপ্রভুর দিন নিকটবর্ত্তী; সর্ব্বশক্তিমানের নিকট হইতে বিনাশের ন্যায় উহা আসিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 হাহাকার কর, নিজেদের জন্য দুঃখ কর। কেননা প্রভুর বিশেষ দিন আগত প্রায়। সেই সময়ে আসছে যখন শত্রুরা তোমার সম্পদ লুঠ করবে। সর্বশক্তিমান ঈশ্বর স্বয়ং তা ঘটাবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আর্তনাদ কর, কারণ সদাপ্রভুর দিন কাছে এসে গেছে; সর্বশক্তিমানের কাছ থেকে ওটা ধ্বংসের সঙ্গে আসবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 13:6
39 ক্রস রেফারেন্স  

হায় হায়, কেমন দিন! মাবুদের দিন তো সন্নিকট; তা সর্বশক্তিমানের কাছ থেকে প্রলয়ের মত আসছে।


তুমি সার্বভৌম মাবুদের সাক্ষাতে নীরব হও; কেননা মাবুদের দিন সন্নিকট; কারণ মাবুদ একটি কোরবানীর আয়োজন করেছেন, তাঁর দাওয়াতপ্রাপ্ত লোকদের পবিত্র করেছেন।


তোমরা, যারা মাবুদের দিনের আকাঙক্ষা কর; ধিক্‌ তোমাদের! মাবুদের দিন তোমাদের কি করবে? তা অন্ধকার, আলো নয়।


দেখ, মাবুদের দিন আসছে; দুনিয়াকে ধ্বংস-স্থান করার, সেখানকার গুনাহ্‌গারদের তার মধ্য থেকে উচ্ছিন্ন করার জন্য, সেদিন হবে নিষ্ঠুর এবং ক্রোধ ও জলন্ত গজবের দিন।


তার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়িয়ে তারা বলবে, হায়! হায়! সেই মহানগরী! ব্যাবিলন, সেই পরাক্রান্ত নগরী! কারণ এক ঘণ্টার মধ্যেই তোমার বিচার উপস্থিত!


মাবুদ নিজের সৈন্যসামন্তের আগে তাঁর কণ্ঠস্বর শোনাচ্ছেন; কেননা তাঁর বাহিনী বিরাট বড়; যারা তাঁর হুকুম মান্য করে তারা বলবান। কেননা মাবুদের দিন মহৎ ও অতি ভয়ানক; আর কে তা সহ্য করতে পারে?


ব্যাবিলন অকস্মাৎ পড়ে গিয়ে ভেঙ্গে গেল; তার জন্য হাহাকার কর; তার ব্যথার প্রতিকারের জন্য ওষুধ গ্রহণ কর; কি জানি সে সুস্থ হবে।


কেননা এটা মাবুদের প্রতিশোধের দিন, এটি সিয়োনের ঝগড়া সম্বন্ধীয় প্রতিফল-দানের বছর।


বস্তুত যা কিছু অহংকারী ও উদ্ধত এবং যা কিছু উঁচুতে তুলে ধরা হয়েছে, সেই সবকিছুর প্রতিকূলে বাহিনীগণের মাবুদের একদিন আসছে; সেসব নত হবে।


এখন দেখ, হে ধনবানেরা, তোমাদের উপরে যেসব দুর্দশা আসছে, সেই সবের জন্য কান্নাকাটি ও হাহাকার কর।


দেখ, মাবুদের সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসার আগে আমি তোমাদের কাছে নবী ইলিয়াসকে প্রেরণ করবো।


মাবুদের মহাদিন কাছে এসে গেছে, তা নিকটবর্তী, অতি শীঘ্র আসছে; ঐ মাবুদের দিনের আওয়াজ; সেখানে বীর তীব্র আর্তনাদ করছে।


মাবুদের ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের আগে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হয়ে যাবে।


হে ইমামেরা, তোমরা চট পরে মাতম কর; হে কোরবানগাহ্‌র পরিচারকরা, হাহাকার কর; হে আমার আল্লাহ্‌র পরিচারকরা, এসো, চট পরে সমস্ত রাত যাপন কর; কেননা তোমাদের আল্লাহ্‌র গৃহে শস্য-উৎসর্গ ও পেয়-নৈবেদ্যের অভাব হয়েছে।


হে মাতাল লোকেরা, জেগে ওঠ ও কান্নাকাটি কর; হে মদ্যপায়ী সকলে, মিষ্ট আঙ্গুর-রসের জন্য হাহাকার কর; কেননা তোমাদের মুখ থেকে তা কেড়ে নেওয়া হয়েছে।


হে তোরণদ্বার, হাহাকার কর; হে নগর, কাঁদ; হে ফিলিস্তিন, তুমি বিলীন, তোমার সমসস্ত কিছু বিলীন; কেননা উত্তর দিক থেকে ধোঁয়া আসছে, আর ওর শ্রেণী থেকে কেউ সরে যায় না।


কারণ আল্লাহ্‌র দেওয়া বিপদ আমার কাছে ত্রাসের মত হত, তাঁর মহত্বের জন্য সেরকম কিছু করতে পারতাম না।


কৃষকরা লজ্জিত হও, আঙ্গুর-ক্ষেতের পালকেরা গম ও যবের জন্য হাহাকার কর; কেননা ক্ষেতের শস্য নষ্ট হয়েছে।


হে মানুষের সন্তান, কান্নাকাটি কর ও হাহাকার কর, কেননা সেটা আমার লোকদের বিরুদ্ধে, ওটা ইসরাইলের সমস্ত নেতার বিরুদ্ধে উপস্থিত হয়েছে; আমার লোকদের সঙ্গে তাদেরও তলোয়ারের হাতে তুলে দেওয়া হয়েছে; অতএব তুমি তোমার ঊরুদেশে আঘাত কর।


হে হিশ্‌বোন, হাহাকার কর, কেননা অয় বিনষ্ট হল; হে রব্বার কন্যা ক্রন্দন কর, চট পর, মাতম কর, প্রাচীরগুলোর মধ্যে দৌড়াদৌড়ি কর, কেননা মিল্‌কম নির্বাসনে যাবে, তার ইমাম ও নেতৃবর্গ একসঙ্গে যাবে।


দেখ, আমার গোলামেরা অন্তরের সুখে আনন্দরব করবে, কিন্তু তোমরা অন্তরের দুঃখে কান্নাকাটি করবে এবং রূহের ক্ষোভে হাহাকার করবে।


আর মাবুদ বলেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার লোকেরা বিনামূল্যে নীত হয়েছে। মাবুদ বলেন, তাদের কর্তারা চিৎকার করছে এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হচ্ছে।


হে তর্শীশের সমস্ত জাহাজ, হাহাকার কর, কেননা সর্বনাশ হল, বাড়ি কিংবা প্রবেশের পথমাত্র নেই; এই সংবাদ সাইপ্রাস দেশ থেকে ওদের জানানো হল।


ভেড়ার রাখালেরা, তোমরা হাহাকার ও কান্নাকাটি কর; ভেড়া পালের নেতৃবর্গ, তোমরা ধূলিতে লুণ্ঠিত হও, কেননা তোমাদের হত্যার ও ছিন্নভিন্ন হবার সময় এসে পড়েছে; আর তোমরা সুন্দর একটি পাত্রের মত পড়ে গিয়ে চুরমার হবে।


প্রতিফল দেবার দিনে ও দূর থেকে যখন বিনাশ আসবে, তখন তোমরা কি করবে? সাহায্যের জন্য কার কাছে পালাবে? আর তোমাদের প্রতাপ কোথায় রাখবে?


কারণ আর অতি অল্পকাল অতীত হলে ক্রোধ সিদ্ধ হবে, আমার কোপ ওর সংহারে সিদ্ধ হবে।


আর আমি ঐ নগর শজারুদের জায়গা ও জলাভূমি করবো, ধ্বংসের ঝাঁটা দিয়ে আমি তাকে ঝাড়ু দেব, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।


কেননা সকল জাতির বিরুদ্ধে মাবুদের ক্রোধ, তাদের সৈন্য সামন্তের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড কোপ প্রজ্বলিত হল; তিনি তাদেরকে নিঃশেষে বিনষ্ট করলেন, তাদেরকে হত হবার জন্য তুলে দিলেন।


এজন্য দুর্দশা তোমার উপরে আসবে, তুমি তা মন্ত্রবলে দূর করতে পারবে না; তোমার উপরে বিপদ এসে পড়বে, তুমি তার প্রতিবিধান করতে পারবে না; তোমার উপরে হঠাৎ বিনাশ উপস্থিত হবে, অথচ তুমি তার কিছু জান না।


যেন মাবুদের প্রসন্নতার বছর ও আমাদের আল্লাহ্‌র প্রতিশোধের দিন ঘোষণা করি; যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা দিতে পারি;


তোমরা কোন ফাটলে উঠ নি এবং মাবুদের দিনে যুদ্ধে দাঁড়াবার জন্য ইসরাইল-কুলের জন্য প্রাচীরও দৃঢ় কর নি।


তখন বেল্‌শৎসর বাদশাহ্‌ ভীষণ ভয় পেলেন, তাঁর মুখ ফ্যাকাশে হয়ে গেল ও তাঁর পদস্থ লোকেরা হতভম্ব হয়ে গেলেন।


এর তাৎপর্য এই— ‘গণিত,’ আল্লাহ্‌ আপনার রাজ্যের গণনা করেছেন, তা শেষ করেছেন;


দেখ, মাবুদের একটি দিন আসছে; সেদিন তোমার মধ্যে তোমার সম্পত্তি লুট হয়ে ভাগ হবে।


কেননা প্রতিশোধের দিন আমার হৃদয়ে রয়েছে, ও আমার মুক্ত লোকদের বছর আসল।


তোমরা সিয়োনে তূরী বাজাও, আমার পবিত্র পর্বতে সিংহনাদ কর, দেশ-নিবাসী সকলেই কেঁপে উঠুক; কেননা মাবুদের দিন আসছে, হ্যাঁ, সেই দিন সন্নিকট।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন