যিরমিয় 9:4 - কিতাবুল মোকাদ্দস4 তোমরা প্রত্যেকে নিজ নিজ বন্ধু থেকে সাবধান থাক, কোন ভাইকেও বিশ্বাস করো না, কেননা প্রত্যেক ভাই নিতান্তই প্রতারণা করে, প্রত্যেক বন্ধু কুৎসা রটনা করে বেড়ায়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 “তোমার বন্ধুদের থেকে সাবধানে থেকো; তোমার গোষ্ঠীর কাউকে বিশ্বাস কোরো না। কারণ প্রত্যেকেই এক একজন প্রতারক, আর প্রত্যেক বন্ধু নিন্দা করে বেড়ায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 প্রত্যেকে তাদের বন্ধুকে সন্দেহের দৃষ্টিতে দেখে, বিশ্বাস করতে পারে না আপন ভাইকেও। কারণ তারা প্রত্যেকেই প্রতারক যাকোবের মত, প্রত্যেকেই নিজের বন্ধুদের বিপদে ফেলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তোমরা প্রত্যেকে আপন আপন বন্ধু হইতে সাবধান থাক, কোন ভ্রাতাকেও বিশ্বাস করিও না, কেননা প্রত্যেক ভ্রাতা নিতান্তই প্রতারণা করে, প্রত্যেক বন্ধু পরীবাদ করিয়া বেড়ায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “প্রতিবেশীদের লক্ষ্য কর! নিজের ভাইকেও বিশ্বাস করো না। কারণ তারা প্রত্যেকে ঠগ, প্রতারক, প্রত্যেক প্রতিবেশীই ওর পিছনে কথা বলে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তোমরা প্রত্যেকে প্রতিবেশীদের থেকে সাবধান থাক এবং নিজের ভাইদের বিশ্বাস কোরো না। কারণ প্রত্যেক ভাই প্রতারক আর প্রত্যেক প্রতিবেশী নিন্দা করে বেড়ায়। অধ্যায় দেখুন |