যিরমিয় 8:19 - কিতাবুল মোকাদ্দস19 দেখ, দূর দেশ থেকে আমার জাতির কন্যার আর্তনাদ শোনা যাচ্ছে; মাবুদ কি সিয়োনে নেই? তার বাদশাহ্ কি তার মধ্যবর্তী নন? তারা নিজেদের খোদাই-করা মূর্তি ও বিজাতীয় অসার বস্তুগুলো দ্বারা আমাকে কেন অসন্তুষ্ট করেছে? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 এক দূরবর্তী দেশ থেকে আমার প্রজাদের কান্না শ্রবণ করো: “সদাপ্রভু কি সিয়োনে নেই? তার রাজা কি আর সেখানে থাকেন না?” “তাদের দেবমূর্তিগুলির দ্বারা, তাদের সেই অসার বিজাতীয় দেবপ্রতিমাগুলির দ্বারা, তারা কেন আমার ক্রোধের উদ্রেক করেছে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 ঐ শোন! সারা দেশ জুড়ে আমি শুনতে পাচ্ছি আমার স্বজাতির মানুষের কান্না, ‘সিয়োনে কি প্রভু পরমেশ্বর আর থাকেন না? সিয়োনের রাজা কি বাস করেন না সেখানে? প্রভু পরমেশ্বর, তাদের রাজা, উত্তরে বলেন,’ কেন তোমরা অলীক প্রতিমার আরাধনা করে ক্রুদ্ধ করেছ আমাকে? ‘কেন ক্রুদ্ধ করেছ বিদেশী অসার দেবতার কাছে প্রণিপাত করে?’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 দেখ, দূর দেশ হইতে আমার জাতির কন্যার আর্ত্তনাদ শুনা যাইতেছে; সদাপ্রভু কি সিয়োনে নাই? তাহার রাজা কি তাহার মধ্যবর্ত্তী নহেন? তাহারা আপনাদের ক্ষোদিত প্রতিমা ও বিজাতীয় অসার বস্তুসমূহ দ্বারা আমাকে কেন অসন্তুষ্ট করিয়াছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 আমার লোকদের কথা শুনুন। এদেশের সর্বত্র মানুষ সাহায্যের জন্য আর্ত চিৎকার করছে। তারা বলছে, “প্রভু কি সিয়োনে এখনও আছেন? সিয়োনের রাজা এখনও কি সেখানে আছেন?” কিন্তু ঈশ্বর বললেন, “যিহূদার লোকরা ভিনদেশের মূর্ত্তির পূজা করে এসেছে। সেটা আমাকে প্রচণ্ড ক্রুদ্ধ করে তুলেছে। কেন তারা এই কাজ করেছিল?” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 দেখ! দূর দেশ থেকে আমার প্রজার মেয়েদের আর্তনাদ শোনা যাচ্ছে, সদাপ্রভু কি সিয়োনে নেই? তার রাজা কি তার সঙ্গে নেই? কেন তারা তাদের ক্ষোদিত মূর্ত্তি ও পরজাতীয় অপদার্থ মূর্তিগুলি দিয়ে কেন আমাকে বিরক্ত করে তুলেছে? অধ্যায় দেখুন |