যিরমিয় 50:30 - কিতাবুল মোকাদ্দস30 এজন্য সেদিন তার যুবকেরা তার রাস্তায় মরে পড়ে থাকবে ও তার সমস্ত যোদ্ধা ধ্বংস হয়ে যাবে, মাবুদ এই কথা বলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ30 সেই কারণে, তার যুবকেরা পথে পথে পতিত হবে; তার সব সৈন্যকে সেদিন মেরে ফেলা হবে,” সদাপ্রভু এই কথা বলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 সেইজন্য তার বীর যুবকেরাই নিহত হবে নগরের পথে পথে এবং সেদিন তার সমগ্র সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যাবে। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 এই জন্য সেই দিন তাহার যুবকগণ তাহার চকে পতিত হইবে, ও তাহার সমস্ত যোদ্ধা স্তব্ধীকৃত হইবে, ইহা সদাপ্রভু বলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 বাবিলের যুবকদের রাস্তায় হত্যা করা হবে। তার সমস্ত সৈন্য ঐদিন মারা যাবে।” এই হল প্রভুর বার্তা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 এই জন্য সেই দিন তার যুবকরা তার শহরের চারকোণে পড়ে যাবে এবং তার সমস্ত যোদ্ধা বিনষ্ট হবে,” এটা সদাপ্রভু বলেন। অধ্যায় দেখুন |