যিরমিয় 49:27 - কিতাবুল মোকাদ্দস27 আর আমি দামেস্কের প্রাচীরে আগুন লাগাব, তা বিন্হদদের অট্টালিকাগুলো গ্রাস করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ27 “আমি দামাস্কাসের সব প্রাচীরে আগুন লাগাব; তা বিন্হদদের দুর্গগুলিকে গ্রাস করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 দামাস্কাসের প্রাচীরে আমি আগুন জ্বালিয়ে দেব, রাজা বেনহদদের রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়ে যাবে। আমি, সর্বাধিপতি প্রভু, এ কথা বললাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 আর আমি দম্মেশকের প্রাচীরে অগ্নি লাগাইব, তাহা বিন্হদদের অট্টালিকা সকল গ্রাস করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 “আমি দম্মেশক শহরের প্রাচীরে আগুন লাগিয়ে দেব। ঐ আগুন বিন্হদদের শক্তিশালী দূর্গগুলোকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 দম্মেশকের দেয়ালগুলিতে আমি আগুন লাগিয়ে দেব; তা বিনহদদের দুর্গগুলি পুড়িয়ে ফেলবে।” অধ্যায় দেখুন |