যিরমিয় 48:24 - কিতাবুল মোকাদ্দস24 বস্রার উপরে এবং মোয়াব দেশের দূরের কি কাছের সমস্ত নগরের উপরে হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ24 করিয়োৎ ও বস্রায়— দূরে ও নিকটে, মোয়াবের সব নগরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 এবং মোয়াব দেশের দূরস্থ কি নিকটস্থ সমস্ত নগরের উপরে হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 বিচার দণ্ড এসেছে করিয়োৎ এবং বস্রা শহরগুলিতে। বিচার দণ্ড এসেছে মোয়াবের কাছের ও দূরের সমস্ত শহরগুলিতেও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 করিয়োৎ ও বস্রা এবং মোয়াব দেশের দূরের ও কাছের সমস্ত শহরগুলিতে। অধ্যায় দেখুন |