যিরমিয় 48:19 - কিতাবুল মোকাদ্দস19 হে অরোয়ের-নিবাসিনী, তুমি পথের পাশে দাঁড়িয়ে অবলোকন কর এবং পলাতক ও রক্ষা পাওয়া স্ত্রীকে জিজ্ঞাসা কর, কি হয়েছে? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 তোমরা, যারা অরোয়েরে বসবাস করো, তোমরা রাস্তায় এসে দাঁড়াও ও দেখো। পলায়মান পুরুষ ও পলাতক স্ত্রীকে জিজ্ঞাসা করো, তাদের কাছে জানতে চাও, ‘কী হয়েছে?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 হে অরোয়ের নিবাসী, পথের ধারে দাঁড়িয়ে থাক, অপেক্ষা কর সেখানে। যারা পলায়ন করেছে, জিজ্ঞাসা কর তাদের, জেনে নাও কি ঘটনা ঘটেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 হে অরোয়ের-নিবাসিনি, তুমি পথের পার্শ্বে দাঁড়াইয়া অবলোকন কর, এবং পলাতককে ও রক্ষার্থিনী স্ত্রীকে জিজ্ঞাসা কর, কি হইয়াছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 “অরোয়ের লোকরা, রাস্তায় দাঁড়িয়ে লক্ষ্য করে দেখো একজন পুরুষ ও নারী দৌড়ে পালাচ্ছে। ওদের জিজ্ঞাসা করো কি হয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 হে অরোয়েরে বসবাসকারী মেয়ে, তুমি পথের পাশে দাঁড়িয়ে দেখ। যে পালিয়ে গেছে, তাকে জিজ্ঞাসা, বল, ‘কি হয়েছে?’ অধ্যায় দেখুন |