যিরমিয় 48:15 - কিতাবুল মোকাদ্দস15 মোয়াব বিনষ্ট হল, তার নগরগুলো থেকে ধোঁয়া উঠছে ও তার মনোনীত যুবকেরা বধ্যস্থানে নেমে গেছে; এই কথা সেই বাদশাহ্ বলেন, যাঁর নাম বাহিনীগণের মাবুদ। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 মোয়াব ধ্বংস করা হবে ও তার নগরগুলি আক্রান্ত হবে; তাদের সেরা যুবকেরা বধ্যস্থানে নেমে যাবে,” রাজা এই কথা বলেন, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 মোয়াব ও তার জনপদ হবে বিধ্বস্ত, নিহত হবে তার বীর যুবকেরা। আমিই রাজা, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমি বললাম এই কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 মোয়াব বিনষ্ট হইল, তাহার নগর সকল ধূমময় হইয়া উঠিতেছে, ও তাহার মনোনীত যুবকেরা বধ্যস্থানে নামিয়া গিয়াছে; ইহা সেই রাজা বলেন, যাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 শত্রুপক্ষ মোয়াব আক্রমণ করবে। তারা মোয়াব শহরগুলির ভেতরে ঢুকে সেগুলিকে ধ্বংস করে দেবে। গণ হত্যার সময় মোয়াবের সবচেয়ে শক্তিশালী যুবকরা মারা যাবে।” এই বার্তা হল রাজার। রাজার নাম হল প্রভু সর্বশক্তিমান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 মোয়াব ধ্বংস হবে এবং তার শহরগুলি আক্রান্ত হবে; কারণ তার মনোনীত যুবকেরা হত্যার জায়গায় নেমে গেছে। এটা রাজার ঘোষণা, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভুর। অধ্যায় দেখুন |