যিরমিয় 39:11 - কিতাবুল মোকাদ্দস11 ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার ইয়ারমিয়ার বিষয়ে নবূষরদন রক্ষক-সেনাপতিকে এই হুকুম দিয়েছিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 এরপর, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার তাঁর রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদনের মাধ্যমে যিরমিয়ের জন্য এই আদেশ দিলেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 রাজা নেবুকাডনেজার সৈন্যাধক্ষ নেবুসর্দনকে এই আদেশ দিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 বাবিল-রাজ নবূখদ্রিৎসর যিরমিয়ের বিষয়ে নবূষরদন রক্ষক-সেনাপতিকে এই আজ্ঞা দিয়াছিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 কিন্তু নবূখদ্রিৎসর যিরমিয়র ব্যাপারে নবূষরদনকে কিছু আদেশ দিয়েছিলেন। নবূষরদন ছিল নবূখদ্রিৎসরের বিশেষ দেহরক্ষীদের প্রধান। আদেশ ছিল: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 বাবিলের রাজা নবূখদনিৎসর যিরমিয়ের বিষয়ে রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদনকে আদেশ দিয়েছিলেন। তিনি বললেন, অধ্যায় দেখুন |
এখন দেখ, আজ আমি তোমার হাতের শিকল থেকে তোমাকে মুক্ত করলাম; তুমি যদি আমার সঙ্গে ব্যাবিলনে যেতে ইচ্ছা কর, তবে এসো, আমি তোমার প্রতি অনুগ্রহদৃষ্টি রাখবো; আর যদি আমার সঙ্গে ব্যাবিলনে যেতে তোমার ইচ্ছা না হয়, তবে ক্ষান্ত হও; দেখ, সমস্ত দেশ তোমার সম্মুখে আছে; যে স্থানে যাওয়া তোমার উত্তম ও ভাল মনে হয়, সেই স্থানে যাও।