যিরমিয় 38:8 - কিতাবুল মোকাদ্দস8 এবদ-মেলক রাজপ্রাসাদ থেকে বাইরে গিয়ে বাদশাহ্কে বললো, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 এবদ-মেলক প্রাসাদের বাইরে রাজার কাছে গিয়ে তাঁকে বললেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8-9 এবদমেলক সেখানে গিয়ে রাজাকে বলল, মহারাজ, লোকদের এ কি অন্যায়! তারা যিরমিয়কে কূপে ফেলে দিয়েছে। সেখানে সে না খেতে পেয়ে মরে যাবে। নগরে খাদ্যের জোগানও তেমন নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 এবদ-মেলক রাজবাটী হইতে বাহিরে গিয়া রাজাকে কহিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8-9 রাজাকে সে বলেছিল, “আমার মনিব এবং মহারাজ, ঐ সভাসদরা অসৎ উপায় অবলম্বন করেছে ভাববাদী যিরমিয়র বিরুদ্ধে। তারা যিরমিয়কে জলাধারে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা তাকে সেখানে মরবার জন্য ছেড়ে রেখেছে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 এবদ-মেলক রাজবাড়ী থেকে বের হয়ে রাজাকে গিয়ে বলল, অধ্যায় দেখুন |