Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 35:2 - কিতাবুল মোকাদ্দস

2 তুমি রেখবীয় কুলজাত লোকদের কাছে গিয়ে তাদের সঙ্গে আলাপ কর এবং মাবুদের গৃহের একটি কুঠরীতে এনে তাদেরকে পান করার জন্য আঙ্গুর-রস দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 “তুমি রেখবীয় বংশের লোকদের কাছে যাও। তুমি তাদের সদাপ্রভুর গৃহের পাশের একটি কক্ষে আমন্ত্রণ করো। তাদের পান করার জন্য দ্রাক্ষারস দাও।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 রেখবীয় গোষ্ঠীর সদস্যদের কাছে যাও এবং তাদের সঙ্গে কথা বল। তারপর তাদের মন্দিরের একটি ঘরে নিয়ে এস এবং সুরা পান করতে দাও তাদের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তুমি রেখবীয় কুলজাত লোকদের নিকটে গিয়া তাহাদের সহিত আলাপ কর, এবং সদাপ্রভুর গৃহের এক কুঠরীতে আনিয়া তাহাদিগকে পানার্থে দ্রাক্ষারস দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “যিরমিয়, যাও রেখবীয় পরিবারকে মন্দিরের পাশের ঘরগুলির কোন একটি ঘরে আসবার জন্য আমন্ত্রণ জানিয়ে এসো। তাদের দ্রাক্ষারস পানের প্রস্তাব দাও।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “রেখবীয় বংশের লোকেদের কাছে যাও এবং তাদের বল। তাদের আমার গৃহের কুঠরীতে নিয়ে এস ও তাদের আঙ্গুর রস খেতে দাও।”

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 35:2
21 ক্রস রেফারেন্স  

আর যাবেষ-নিবাসী লেখকদের গোষ্ঠী, তিরিয়াথীয়রা, শিমিয়থীয়রা, সূখাথীয়রা। এরা কীনীয় গোষ্ঠী, রেখবকুলের পিতা হম্মতের বংশজাত।


কেননা ঐ চার জন প্রধান দ্বারপাল লেবীয়, তারা নিরূপিত কাজে নিযুক্ত; এবং আল্লাহ্‌র গৃহের কুঠরী ও ভাণ্ডারগুলোর নেতা ছিল।


আর দ্বারের ভিতরে সমস্ত দিকে কক্ষগুলোর ও তার উপস্তম্ভগুলোর জালবদ্ধ জানালা ছিল এবং তার মণ্ডপগুলোতেও ঐ একই রকম জানালা ছিল; জানালাগুলো ভিতরে চারদিকে ছিল; এবং উপস্তম্ভগুলোতে খেজুর গাছের আকৃতি ছিল।


অতএব আমাদের পূর্বপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদের যেসব হুকুম দিয়েছেন, সেই অনুসারে আমরা তাঁর হুকুম পালন করে আসছি; ফলত আমরা ও আমাদের স্ত্রী-পুত্র-কন্যারা সারা জীবনে আঙ্গুর-রস পান করি নি,


আমি তাদেরকে মাবুদের গৃহে আল্লাহ্‌র লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কুঠরীতে নিয়ে গেলাম; শল্লুমের পুত্র মাসেয় নামক দ্বারপালের কুঠরীর উপরে কর্মকর্তাদের যে কুঠরী, উক্ত কুঠরী তার পাশে অবস্থিত।


আগে লোকেরা সেই স্থানে নিবেদিত শস্য-উৎসর্গ, কুন্দুরু ও সমস্ত পাত্র এবং লেবীয়, গায়ক ও দ্বারপালদের জন্য হুকুম অনুযায়ী দেওয়া শস্য, আঙ্গুর-রস ও তেলের দশ ভাগের এক ভাগ এবং ইমামদের প্রাপ্য উত্তোলনীয় সমস্ত উপহার রাখত।


অতএব তোমরা জেরুশালেমে মাবুদের গৃহের কুঠরীতে প্রধান ইমাম, লেবীয় ও ইসরাইলের পিতৃকুলপতিদের কাছে যে পর্যন্ত তা ওজন করে না দেবে সেই পর্যন্ত সতর্ক থেকে রক্ষা করবে।


পরে হিষ্কিয় মাবুদের গৃহে কতকগুলো কুঠরী প্রস্তুত করতে হুকুম দিলেন, তাতে তারা কুঠরী প্রস্তুত করলো।


প্রেকের পরিমাণ পঞ্চাশ শেকল সোনা। তিনি উপরিস্থ কুঠরীগুলোও সোনা দিয়ে মুড়িয়ে দিলেন।


কেননা আল্লাহ্‌র গৃহের সেবাকর্মের জন্য তাদের পদ হারুন-সন্তানদের অধীন; (তা এই এই বিষয় সম্বন্ধীয়,) প্রাঙ্গণ ও সমস্ত কুঠরী, পবিত্র বস্তুগুলোর পাক-পবিত্রকরণ, আল্লাহ্‌র গৃহের সেবাকর্ম সম্পাদন,


কিন্তু লেবীয়দের পিতৃকুলপতি যে গায়করা, তাঁরা কুঠরীতে (থাকতেন এবং অন্য কাজ থেকে) মুক্ত ছিলেন, কেননা তাঁরা দিন রাত তাদের কাজে নিযুক্ত থাকতেন।


আর গৃহের সর্বগাত্রে পাঁচ পাঁচ হাত উঁচু কুঠরীর থাক করলেন, তা এরস কাঠ দ্বারা গৃহের সঙ্গে সংযুক্ত ছিল।


মধ্যের থাকের দরজা গৃহের দক্ষিণ দিকে ছিল এবং লোকে পেঁচাল সিঁড়ি দিয়ে মধ্যতলাতে ও মধ্যতলা থেকে তৃতীয়তলাতে উঠে যেত।


তখন আমি হবৎসিনিয়ের পৌত্র ইয়ারমিয়ার পুত্র যাসিনিয়কে, তার ভাইদেরকে ও সকল পুত্র এবং রেখবীয়দের সমস্ত কুলকে সঙ্গে নিলাম;


রূহের দ্বারা যা যা তাঁর মনে উপস্থিত হয়েছিল, সেই সবগুলোর আদর্শ দিলেন। তন্মধ্যে নির্দিষ্ট বস্তু হচ্ছে এই: মাবুদের গৃহের সমস্ত প্রাঙ্গণ ও চারদিকের সমস্ত কুঠরী, আল্লাহ্‌র গৃহের ভাণ্ডার ও পবিত্রীকৃত বস্তুর সকল ভাণ্ডার;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন