যিরমিয় 30:23 - কিতাবুল মোকাদ্দস23 দেখ, মাবুদের ঝটিকা, তাঁর প্রচণ্ড ক্রোধ, হ্যাঁ, হু হু শব্দকারী ঝটিকা বের হচ্ছে; তা দুষ্টদের মাথায় লাগবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ23 ওই দেখো সদাপ্রভুর ঝড়, তা ক্রোধে ফেটে পড়বে, এক তাড়িত ঝঞ্ঝা নেমে আসছে ঘুরে ঘুরে, তা আছড়ে পড়বে দুষ্টদের মাথায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23-24 প্রভু পরমেশ্বরের ক্রোধ যেন এক দুরন্ত ঝড়, যেন এক ভয়ঙ্কর ঘূর্ণিপ্রবাহ, যা পাপাচারীদের মাথার উপর দিয়ে গর্জন করতে করতে ছুটে চলে। যতক্ষণ না তাঁর ক্রোধ নিবৃত্ত হয়, ততক্ষণ থামে না এ গর্জন। তাঁর প্রজাবৃন্দ যথাসময়ে সুস্পষ্টভাবে বুঝতে পারবে এ কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 দেখ, সদাপ্রভুর ঝটিকা, তাঁহার প্রচণ্ড ক্রোধ, হাঁ, হুহু শব্দকারী ঝটিকা নির্গত হইতেছে; তাহা দুষ্টদের মস্তকে লাগিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 প্রভু ভীষণ ক্রুদ্ধ ছিলেন! তিনি দুষ্ট ব্যক্তিদের শাস্তি দিয়েছিলেন। তাঁর দেওয়া শাস্তি এসেছিল ঘূর্ণি ঝড়ের মতো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 দেখ, সদাপ্রভুর ঝড়, ক্রোধ বের হবে। এটা একটি অবিরত ঝড়। এটা দুষ্টদের মাথার উপরে ঘুরবে। অধ্যায় দেখুন |