যিরমিয় 26:3 - কিতাবুল মোকাদ্দস3 হয় তো তারা শুনবে ও প্রত্যেকে নিজ নিজ কুপথ থেকে ফিরবে; তা হলে তাদের আচরণের নাফরমানীর জন্য আমি তাদের যে অমঙ্গল করতে মনস্থ করেছি, তা থেকে ক্ষান্ত হবো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ3 হয়তো তারা শুনবে এবং প্রত্যেকে তাদের কুপথ থেকে ফিরবে। তখন আমি কোমল হব এবং তারা যে সমস্ত অন্যায় করেছে, সেগুলির জন্য তাদের উপরে যে বিপর্যয় আনার পরিকল্পনা আমি করেছিলাম, তা আমি করব না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 হয়ত বা লোকে তোমার কথা শুনে মন্দ পথ পরিত্যাগ করবে। তা যদি তারা করে, তাহলে আমিও আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। পাপাচারের জন্য তাদের ধ্বংসের যে পরিকল্পনা করেছিলাম, আমি পরিবর্তন করব সেই পরিকল্পনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 হয় ত, তাহারা শুনিবে, ও প্রত্যেকে আপন আপন কুপথ হইতে ফিরিবে; তাহা হইলে তাহাদের আচরণের দুষ্টতা প্রযুক্ত আমি তাহাদের যে অমঙ্গল করিতে মনস্থ করিয়াছি, তাহা হইতে ক্ষান্ত হইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তারা হয়তো আমার কথা শুনবে এবং পালন করবে। তারা হয়ত অসৎ কাজকর্ম থেকে নিজেদের সরিয়ে নেবে। যদি তারা আমার বার্তা মেনে চলে, তাহলে হয়ত আমি তাদের শাস্তি দেব না। অনেক খারাপ কাজকর্ম করেছিল বলেই আমি তাদের শাস্তি দেবার পরিকল্পনা করেছিলাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 হয়তো তারা শুনবে এবং প্রত্যেকে তার মন্দ পথ থেকে ফিরে আসবে। তাহলে তাদের অন্যায় কাজের জন্য আমি তাদের উপর যে বিপদ আনবার পরিকল্পনা করছি, আমি তা ক্ষমা করব। অধ্যায় দেখুন |