যিরমিয় 26:21 - কিতাবুল মোকাদ্দস21 আর যখন যিহোয়াকীম বাদশাহ্, তাঁর সমস্ত যুদ্ধবীর ও সমস্ত নেতা সেই ব্যক্তির কথা শুনতে পেলেন, তখন বাদশাহ্ তাঁকে হত্যা করতে চেষ্টা করলেন, কিন্তু ঊরিয় তা শুনে ভয় পেয়ে মিসরে পালিয়ে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 যখন রাজা যিহোয়াকীম, তাঁর সব বীর যোদ্ধা ও রাজকর্মচারীরা এসব কথা শুনলেন, রাজা ঊরিয়কে মেরে ফেলতে চাইলেন। ঊরিয় সেই কথা শুনে প্রাণভয়ে মিশরে পলায়ন করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 রাজা যিহোয়াকিম ও তাঁর সৈন্যসামন্ত এবং রাজকর্মচারীরা উরিয়ের ঐ সমস্ত কথা শুনে তাঁকে হত্যা করতে চেষ্টা করেন। কিন্তু উরিয় এই কথা জানতে পেরে ভয়ে মিশরে পালিয়ে যান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর যখন যিহোয়াকীম রাজা, তাঁহার সমস্ত যুদ্ধবীর ও সমস্ত অধ্যক্ষ সেই ব্যক্তির কথা শুনিতে পাইলেন, তখন রাজা তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলেন, কিন্তু ঊরিয় তাহা শুনিতে পাইয়া ভীত হইয়া মিসরে পলাইয়া গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 রাজা যিহোয়াকীম, তাঁর সেনা প্রধানরা এবং নেতারা ঊরিয়র ধর্মোপদেশ শুনে রেগে গিয়েছিলেন। রাজা যিহোয়াকীম ঊরিয়কে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু ঊরিয় শুনতে পেয়েছিলেন যে রাজা যিহোয়াকীম তাঁকে হত্যা করতে চাইছে। ঊরিয় ভীত হয়ে মিশরে পালিয়ে গিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 কিন্তু যখন রাজা যিহোয়াকীম, তাঁর সমস্ত সৈন্য ও রাজকর্মচারীরা তাঁর কথা শুনলেন, তখন রাজা তাঁকে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু ঊরিয় শুনলেন এবং ভয় পেলেন, তাই তিনি মিশর দেশে পালিয়ে গেলেন। অধ্যায় দেখুন |