Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 22:8 - কিতাবুল মোকাদ্দস

8 আর বিভিন্ন জাতির লোকেরা এই নগরের কাছ দিয়ে যাবে এবং তারা প্রত্যেকে নিজ নিজ সঙ্গীকে বলবে, মাবুদ কি জন্য এই মহানগরের প্রতি এমন ব্যবহার করেছেন?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 “বহু দেশ থেকে আগত লোকেরা, এই নগরের পাশ দিয়ে যাওয়ার সময় পরস্পরকে জিজ্ঞাসা করবে, ‘সদাপ্রভু কেন এই মহানগরের প্রতি এরকম আচরণ করেছেন?’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 তারপর যখন বিদেশীরা এর পাশ দিয়ে যাবে, তখন তারা সহযাত্রীকে জিজ্ঞাসা করবে, কেন প্রভু পরমেশ্বর এই মহানগরীর এমন দুর্দশা করলেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর অনেক জাতীয় লোক এই নগরের নিকট দিয়া যাইবে, এবং তাহারা প্রত্যেক জন আপন আপন সঙ্গীকে বলিবে, সদাপ্রভু কি জন্য এই মহানগরের প্রতি এমন ব্যবহার করিয়াছেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 “অনেক জাতির লোকরা এই শহরের পাশ দিয়ে যেতে যেতে একে অন্যকে প্রশ্ন করবে, ‘মহান শহর জেরুশালেমের ওপর প্রভু এমন একটা সাংঘাতিক কাণ্ড কেন করলেন?’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তখন বিভিন্ন জাতির লোকেরা এই শহরের পাশ দিয়ে যাবে। প্রত্যেকে পাশের জনকে বলবে, ‘এই মহান শহরের প্রতি কেন সদাপ্রভু এমন করলেন?’

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 22:8
13 ক্রস রেফারেন্স  

হে মালিক, ধর্মশীলতা তোমার, কিন্তু আমরা লজ্জার পাত্র, যেমন আজ দেখা যাচ্ছে; এহুদার লোক ও জেরুশালেম-নিবাসীরা এবং সমস্ত ইসরাইল এই অবস্থায় রয়েছে,— যারা কাছে ও যারা দূরে রয়েছে, যারা সেসব দেশে রয়েছে, যেখানে তুমি তাদের তাড়িয়ে দিয়েছ, তোমার বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘনের কারণেই তাড়িয়ে দিয়েছ।


দুনিয়ার বাদশাহ্‌রা, দুনিয়াবাসী সমস্ত লোক, বিশ্বাস করতো না যে, জেরুশালেমের দ্বারে কোন বিপক্ষ কি দুশমন প্রবেশ করতে পারবে।


আর তুমি এই জাতির কাছে এ সব কথা তবলিগ করলে যখন তারা তোমাকে বলবে, মাবুদ আমাদের বিরুদ্ধে এ সব মহাবিপদের কথা কেন বলেছেন? আমাদের অপরাধ কি? আমাদের গুনাহ্‌ কি, যা আমরা আমাদের আল্লাহ্‌ মাবুদের বিরুদ্ধে করেছি?


রক্ষক-সেনাপতি ইয়ারমিয়াকে গ্রহণ করে বললেন, তোমার আল্লাহ্‌ মাবুদ এই স্থানের বিষয়ে এই অমঙ্গলের কথা বলেছিলেন;


হ্যাঁ, তুমি তোমার চারদিকের জাতিদের কাছে উপহাসের, কটুবাক্য, উপদেশ ও বিস্ময়ের বিষয় হবে; কেননা আমি ক্রোধ, গজব ও ভীষণ শাস্তি দ্বারা তোমার মধ্যে বিচার সাধন করবো, আমি মাবুদই এই কথা বললাম।


তবুও আমি তাদের কতকগুলো লোককে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী থেকে অবশিষ্ট রাখবো; যেন তারা যে জাতিদের কাছে যাবে, তাদের মধ্যে নিজেদের সমস্ত ঘৃণার কাজ প্রচার করে; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।


বস্তুত ওরা তোমাদেরকে সান্ত্বনা দেবে; কেননা তাদের আচার-ব্যবহার ও ক্রিয়াকলাপ দেখে তোমরা বুঝবে, আমি তার মধ্যে যা করেছি, তার কিছুই অকারণে করি নি; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।


আর জাতিরা জানবে যে, ইসরাইল-কুল নিজের অপরাধের জন্য নির্বাসিত হয়েছিল, বস্তুত তারা আমার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করেছিল, তাই আমি তাদের দিক থেকে আমার মুখ লুকিয়েছিলাম ও তাদেরকে বিপক্ষদের হাতে তুলে দিয়েছিলাম, আর তারা সকলে তলোয়ারের আঘাতে মারা পড়েছিল।


আর মাবুদ তা ঘটিয়েছেন, যেমন বলেছিলেন তেমনি করেছেন। তোমরা মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ করেছ, তাঁর কথা মান্য কর নি, এজন্য তোমাদের প্রতি এই সব ঘটলো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন