যিরমিয় 22:4 - কিতাবুল মোকাদ্দস4 কেননা তোমরা যদি এই কথা যত্নপূর্বক পালন কর, তবে দাউদের সিংহাসনে উপবিষ্ট বাদশাহ্রা তাদের গোলামদের ও লোকদের সঙ্গে রথে ও ঘোড়ায় চড়ে এই বাড়ির দ্বার দিয়ে প্রবেশ করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 কারণ, যদি তোমরা এসব আদেশ যত্নের সঙ্গে পালন করো, তাহলে দাউদের সিংহাসনে যারা বসে, সেইসব রাজা রথে বা অশ্বদের উপরে আরোহণ করে এই প্রাসাদের দুয়ারগুলি দিয়ে ভিতরে আসবে। তাদের কর্মচারীরা ও তাদের লোকজন তাদের সঙ্গে থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমার আদেশ অনুসারে তোমরা প্রকৃতই যদি চল, তাহলে দাউদবংশের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে। তারা তাদের রাজকর্মচারী ও প্রজাসহ রাজপ্রাসাদের এই তোরণদ্বার দিয়ে রথ ও অশ্বে আরোহণ করে মর্যাদা সহকারে যাতায়াত করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কেননা তোমরা যদি এই কথা যত্নপূর্ব্বক পালন কর, তবে দায়ূদের সিংহাসনে উপবিষ্ট রাজগণ আপন দাসগণের ও প্রজাগণের সহিত রথে ও অশ্বে চড়িয়া এই বাটীর দ্বার দিয়া প্রবেশ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 যদি এই নির্দেশগুলো তোমরা মেনে চলো তাহলে এগুলি ঘটবে: দায়ূদের সিংহাসনে যে সব রাজারা অধিষ্ঠিত রয়েছে তারা জেরুশালেম শহরের ফটক দিয়ে আসা চালিয়ে যাবে। সঙ্গে থাকবে তাদের সভা পরিষদগণ। তারা সবাই রথে ঘোড়ায় চড়ে আসবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 কারণ তোমরা যদি এই পালন কর, তবে দায়ূদের সিংহাসনে বসা রাজারা রথে ও ঘোড়ায় চড়ে এই রাজবাড়ীর ফটক দিয়ে ভিতরে আসবে। সে, তাদের দাসেরা ও তার লোকজন! অধ্যায় দেখুন |