Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 21:13 - কিতাবুল মোকাদ্দস

13 হে উপত্যকা-নিবাসীনী, উপত্যকার শৈলবাসিনী, মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ; তোমরা বলছো, আমাদের বিপরীতে কে নেমে আসবে? আমাদের নিবাসে কে প্রবেশ করবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 হে জেরুশালেম, আমি তোমার বিরুদ্ধে, যদিও তুমি এই উপত্যকার উপরে, পাথুরে মালভূমির উপরে প্রতিষ্ঠিত আছ, সদাপ্রভু এই কথা বলেন। তোমরা বলে থাকো, “কে আমাদের বিরুদ্ধে আসতে পারে? আমাদের আশ্রয়স্থানে কে প্রবেশ করতে পারে?”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 হে জেরুশালেম, তুমি উপত্যকার উপরে অনেক উঁচুতে সিংহাসনে বসে আছ সমতলভূমির উপরে সমুন্নত পর্বতের মত। আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। তুমি বলে থাক, কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না। কিম্বা তোমার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ঢুকতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 হে তলভূমিনিবাসিনি, সমস্থলীর শৈলবাসিনি, সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ; তোমরা কহিতেছ, আমাদের বিপরীতে কে নামিয়া আসিবে? আমাদের নিবাসে কে প্রবেশ করিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 “জেরুশালেম, আমি তোমার বিরুদ্ধে। তুমি পাহাড়ের চূড়ায় বসে থাকো। তুমি এই উপত্যকার ওপর রাণীর মত বসে থাকো। জেরুশালেমের লোকরা তোমরা বলছো, ‘কেউ আমাদের আক্রমণ করতে পারে না। কেউ আমাদের এই দূর্গসমন্বিত শহরগুলিতে প্রবেশ করতে পারে না।’” কিন্তু প্রভুর এই বার্তা শোন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 দেখ, উপত্যকার অধিবাসীরা! সমভূমির শিলা, আমি তোমার বিরুদ্ধে। এটি সদাপ্রভুর ঘোষণা। আমি তার বিরুদ্ধে যে বলে, কে আমাদের আক্রমণ করতে আসবে? বা কে আমাদের বাড়িতে ঢুকবে?

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 21:13
21 ক্রস রেফারেন্স  

এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা মিথ্যা কালাম বলেছ ও মিথ্যা কথারূপ দর্শন পেয়েছ; এজন্য দেখ, আমি তোমাদের বিপক্ষ, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।


দুনিয়ার বাদশাহ্‌রা, দুনিয়াবাসী সমস্ত লোক, বিশ্বাস করতো না যে, জেরুশালেমের দ্বারে কোন বিপক্ষ কি দুশমন প্রবেশ করতে পারবে।


সেখানকার প্রধানবর্গ ঘুষ নিয়ে বিচার করে, সেখানকার ইমামেরা বেতন নিয়ে শিক্ষা দেয় ও সেখানকার নবীরা টাকা নিয়ে দৈববাণী বলে; তবুও মাবুদের উপরে নির্ভর করে বলে, আমাদের মধ্যে কি মাবুদ নেই? কোন অমঙ্গল আমাদের কাছ আসবে না।


হে অহংকার, প্রভু, বাহিনীগণের মাবুদ বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ, কেননা তোমার সেদিন উপস্থিত, যেদিন আমি তোমাকে প্রতিফল দেব।


জেরুশালেমের চারদিকে পর্বতমালা আছে, আর মাবুদ তাঁর লোকদের চারদিকে আছেন, এখন থেকে অনন্তকাল পর্যন্ত আছেন।


হে শৈল-ফাটলের বাসিন্দা, পর্বতের চূড়ার অধিকারী, তোমার ভয়ঙ্করতার বিষয়ে তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করেছে; তুমি যদিও ঈগল পাখির মত উঁচু স্থানে বাসা কর, তবুও আমি তোমাকে সেখান থেকে নামাব, মাবুদ এই কথা বলেন।


আর আমি আমার প্রসারিত হাত ও বলবান বাহু দ্বারা ক্রোধে, রোষে ও মহাকোপে তোমাদের সঙ্গে যুদ্ধ করবো।


এখন তোমার কি হয়েছে যে, তোমার অধিবাসীরা সকলে বাড়ির ছাদে উঠেছে?


হে বিনাশক পর্বত, তুমি সমস্ত দুনিয়ার বিনাশক; মাবুদ বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে হাত বাড়িয়ে দেবো, শৈল থেকে তোমাকে গড়িয়ে ফেলে দেব ও তোমাকে ভস্মীভূত পর্বত করবো।


তোমরা এই মিথ্যা কথায় বিশ্বাস করো না, যথা, মাবুদের বায়তুল-মোকাদ্দস, মাবুদের বায়তুল-মোকাদ্দস, মাবুদের বায়তুল-মোকাদ্দস ইত্যাদি।


সেই দিনে তুমি তোমার পুত্রকে এটা জানাবে, মিসর থেকে আমরা বের হবার সময়ে মাবুদ আমার প্রতি যা করলেন, এটা তারই জন্য।


পরে তারা সুক্কোৎ থেকে যাত্রা করে মরুভূমির কিনারায় অবস্থিত এথমে শিবির স্থাপন করলো।


এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি, আমিই তোমার বিপক্ষ; আমি জাতিদের সাক্ষাতে তোমার মধ্যে বিচার সাধন করবো।


তুমি ইসরাইল-দেশকে বল, মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি কোষ থেকে আমার তলোয়ার বের করে তোমার মধ্য থেকে ধার্মিক ও দুষ্ট উভয়কে মুছে ফেলব।


সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি সেই পালকদের বিপক্ষ; আমি তাদের হাত থেকে আমার মেষগুলোকে উদ্ধার করবো এবং তাদের পালকের কাজ থেকে চ্যুত করবো, সেই পালকেরা আর নিজদেরকে পালন করবে না; আর আমি আমার মেষগুলোকে তাদের মুখ থেকে উদ্ধার করবো, তাদের খাদ্য হতে দেব না।


দেখ, আমি তোমার বিপক্ষ, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন, আমি তোমার রথগুলো পুড়িয়ে দিয়ে ধোঁয়ায় লীন করবো এবং তলোয়ার তোমার যুবা কেশরীদেরকে গ্রাস করবে; হ্যাঁ, আমি দুনিয়া থেকে তোমার লুণ্ঠিত দ্রব্য মুছে ফেলব; এবং তোমার দূতদের স্বর আর শুনা যাবে না।


হে দেশের মধ্যেকার আমার পর্বত, আমি তোমার ঐশ্বর্য, তোমার সমস্ত ধনকোষ লুটদ্রব্যের মত বিতরণ করবো; গুনাহের দরুন তোমার সীমার সর্বত্র তোমার উচ্চস্থলীগুলোও বিতরণ করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন