যিরমিয় 16:14 - কিতাবুল মোকাদ্দস14 এজন্য, মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে লোকেরা আর বলবে না, সেই জীবন্ত মাবুদের কসম, যিনি বনি-ইসরাইলকে মিসর দেশ থেকে উঠিয়ে এনেছেন; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 “তবুও, এমন দিন আসন্ন,” সদাপ্রভু এই কথা বলেন, “যখন লোকেরা আর ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি ইস্রায়েলীদের মিশর থেকে মুক্ত করে এনেছিলেন একথা বলবে না,’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 প্রভু পরমেশ্বর বলেন, শোন, যে আমি ইসরায়েলীদের মিশরভূমি থেকে উদ্ধার করে এনেছিলাম, এমন এক সময় আসছে যখন ইসরায়েলীরা জাগ্রত ঈশ্বর ‘প্রভু পরমেশ্বরের দিব্য’ এইভাবে আর আমার নামে শপথ নেবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 এই জন্য, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে লোকেরা আর বলিবে না, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েল সন্তানগণকে মিসর দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 “লোকরা প্রতিশ্রুতি করো এবং বলো, ‘প্রভুর অস্তিত্ব যেমন নিশ্চিত, যিনি আমাদের মিশর থেকে বার করে এনেছেন…’ সেই রকম নিশ্চিতরূপে। কিন্তু সময় এগিয়ে আসছে।” এই হল প্রভুর বার্তা, “যখন মানুষ আর ঐ কথা বলবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 এই জন্য দেখ! সেই দিন আসছে এটি সদাপ্রভুর ঘোষণা, যখন এটা আর বলা হবে না, জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তিনিই যিনি ইস্রায়েলীয়দের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন। অধ্যায় দেখুন |