যিরমিয় 13:1 - কিতাবুল মোকাদ্দস1 মাবুদ আমাকে এই কথা বললেন, তুমি যাও, মসীনা-সুতার একটি অন্তর্বাস ক্রয় কর ও তা কোমরে পর, তা পানিতে ডোবাবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “তুমি যাও, গিয়ে মসিনার একটি কোমরবন্ধ ক্রয় করো এবং তোমার কোমরে তা জড়াও, কিন্তু সেটি জলে ভেজাবে না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 প্রভু পরমেশ্বর আমাকে নিজের জন্য কতকগুলি সূতির কটিবন্ধনী কিনে এনে পরতে বললেন। কিন্তু নিষেধ করলেন সেটি পরে জলে নামতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি যাও, মসীনা-সূতার এক পটিকা ক্রয় কর, ও তাহা কটিদেশে বাঁধ, তাহা জলে দিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 প্রভু আমাকে যা বলেছেন তা হল: “যিরমিয়, যাও একটি ক্ষৌম কটি বস্ত্র কিনে আনো এবং ওটি তোমার কটিদেশের চারপাশে শক্ত করে জড়াও। ওটিকে ভিজতে দিও না।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “যাও এবং মসীনা সুতোর একটি অন্তর্বাস কেনো এবং তোমার কোমরে বাঁধ, কিন্তু সেটা প্রথমে জলে ডুবাবে না।” অধ্যায় দেখুন |