Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 10:23 - কিতাবুল মোকাদ্দস

23 হে মাবুদ, আমি জানি, মানুষের পথ তার বশে নয়, মানুষ চলতে চলতে তার পদক্ষেপ স্থির করতে পারে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

23 হে সদাপ্রভু, আমি জানি মানুষের জীবন তার নিজের নয়; মানুষ তার পাদবিক্ষেপ স্থির করতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 হে প্রভু পরমেশ্বর, আমি জানি কেউ তার ভবিষ্যতের নিয়ন্তা নয়, কেউ পারে না নিয়ন্ত্রণ করতে তার নিজের জীবন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 হে সদাপ্রভু, আমি জানি, মনুষ্যের পথ তাহার বশে নয়, মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 প্রভু, আমি জানি যে লোকরা সত্যি সত্যি জানে না কি করে তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে হয়। লোকরা সত্যি সত্যি জানে না কিভাবে সঠিক পথে জীবনযাপন করতে হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 হে সদাপ্রভু, আমি জানি, মানুষের পথ তার নিজের থেকে আসে না। কেউ নিজের নির্দেশে হাঁটতে পারে না।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 10:23
9 ক্রস রেফারেন্স  

মানুষের পদক্ষেপ মাবুদ থেকে হয়, তবে মানুষ কেমন করে তার পথ বুঝবে?


মানুষ মনে মনে নানা সঙ্কল্প করে, কিন্তু জিহ্বার উত্তর মাবুদ থেকে হয়।


মাবুদ কর্তৃক মানুষের পদক্ষেপগুলো স্থিরীকৃত হয়, তার পথে তিনি প্রীত।


আমার পদক্ষেপ তোমার পথে স্থির রয়েছে, আমার চরণ বিচলিত হয় নি।


তোমার সমগ্র পথে তাঁকে স্বীকার কর; তাতে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন।


মানুষের মন নিজের পথের বিষয় সঙ্কল্প করে; কিন্তু মাবুদ তার পদক্ষেপ স্থির করেন।


ধার্মিকের পথ সরলতায়, তুমি ধার্মিকের পথ সমান করে সরল করছো।


কিন্তু বেহেশতের অধিপতির বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়েছেন; এবং তাঁর এবাদতখানার নানা পাত্র আপনার সম্মুখে আনা হয়েছে, আর আপনি, আপনার পদস্থ লোকেরা, আপনার পত্নীরা ও আপনার উপপত্নীরা সেসব পাত্রে আঙ্গুর-রস পান করেছেন; এবং রূপার, সোনার, ব্রোঞ্জের, লোহার, কাঠের ও পাথরের তৈরি যে দেবতারা দেখতে পায় না, শুনতে পায় না, কিছু জানতেও পারে না, আপনি তাদের প্রশংসা করেছেন; কিন্তু আপনার নিঃশ্বাস যাঁর হাতে ও আপনার সকল পথ যাঁর অধীন, আপনি সেই আল্লাহ্‌র সমাদর করেন নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন