Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 10:22 - কিতাবুল মোকাদ্দস

22 কোলাহলের আওয়াজ! দেখ, তা উপস্থিত হচ্ছে, উত্তর দেশ থেকে বড় কলরব আসছে; এহুদার নগর সকল বিধ্বস্ত ও শিয়ালদের বাসস্থান করা হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

22 শোনো! সংবাদ আসছে— উত্তর দিক থেকে শোনা যাচ্ছে এক ভীষণ কলরব! এ যিহূদার গ্রামগুলিকে নির্জন স্থান করবে, তা হবে শিয়ালদের বাসস্থান।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 শোন! এসেছে সংবাদ, উত্তর দেশে চলছে বিরাট আলোড়ন, উত্তেজনা, তার সৈন্যদল মরুভূমি করে দেবে যিহুদীয়ার শহর-নগর, যা হবে শুধু শৃগালের আবাস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 দেখ, তাহা উপস্থিত হইতেছে, উত্তর দেশ হইতে বড় কলরব আসিতেছে; যিহূদার নগর সকল ধ্বংসিত ও শৃগালদের বাসস্থান করা হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 শোন! উত্তর দিকে প্রচণ্ড শোরগোল উঠেছে। একটি সৈন্যবাহিনী যিহূদার শহরগুলিকে ধ্বংস করে দেবে। যিহূদা শূন্য এক মরুভূমিতে পরিণত হবে। সেখানে শুধু শেয়াল চরে বেড়াবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 খবর এসেছে, শোন! তা আসছে! যিহূদার শহরগুলি জনশূন্য ও শিয়ালদের বাসস্থান করার জন্য উত্তরের দেশ থেকে ভীষণ কোলাহলের আওয়াজ আসছে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 10:22
16 ক্রস রেফারেন্স  

আমি জেরুশালেমকে ঢিবি ও শিয়ালদের বাসস্থান করবো; আমি এহুদার নগরগুলো জনবসতিহীন ধ্বংসস্থান করবো।


কিন্তু ইস্‌কে অপ্রেম করেছি, তার পর্বতমালাকে ধ্বংসস্থান ও তার অধিকার মরুভূমিস্থ শিয়ালদের বাসস্থান করেছি।


মাবুদ এই কথা বলেন, দেখ, উত্তর দেশ থেকে এক জনসমাজ আসছে, দুনিয়ার প্রান্ত থেকে একটি মহাজাতি উত্তেজিত হয়ে আসছে।


হে বিন্‌ইয়ামীনের লোকেরা, তোমরা জেরুশালেমের মধ্য থেকে পালিয়ে যাও, তকোয় নগরে তূরী বাজাও, বৈৎ-হক্কেরমে ধ্বজা তোল, কেননা উত্তর দিক থেকে অমঙ্গল ও মহাধ্বংস উঁকি মারছে।


মাবুদ বলেন, হে ইসরাইল-কুল, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে দূর থেকে একটি জাতিকে আনবো; সে বলবান জাতি, সে প্রাচীন জাতি; তুমি সেই জাতির ভাষা জান না, তারা কি বলে, তা বুঝতে পার না।


সিয়োনের দিকে নিশান তোল, রক্ষা পাবার জন্য পালিয়ে যাও, বিলম্ব করো না; কেননা আমি উত্তর দিক থেকে অমঙ্গল ও মহাধ্বংস আনবো।


কারণ, দেখ, আমি উত্তর দিকস্থ নানা রাজ্যের সমস্ত গোষ্ঠীকে ডাকব, মাবুদ এই কথা বলেন; তারা এসে জেরুশালেমের পুরদ্বারের প্রবেশ-স্থানে, তার চারদিকের সমস্ত প্রাচীরের সম্মুখে এবং এহুদার সমস্ত নগরের সম্মুখে, নিজ নিজ সিংহাসন স্থাপন করবে।


তার সমস্ত অট্টালিকা কাঁটায়, তার সমস্ত দুর্গ বিছুটি ও শেয়ালকাঁটাতে আচ্ছাদিত হবে এবং সেই দেশ শিয়ালদের বাসস্থান, উটপাখির মাঠ হবে।


তখন মাবুদ আমাকে বললেন, উত্তর দিক থেকে এই দেশ-নিবাসী সকলের উপরে অমঙ্গলরূপ বন্যা প্রবাহিত হবে।


বস্তুত দান নগর থেকে কোন কণ্ঠস্বর ঘোষণা করছে, আফরাহীমের পর্বতমালা থেকে কেউ দুর্ঘটনার কথা ঘোষণা করছে।


এজন্য দেখ, আমি হুকুম পাঠিয়ে উত্তর দিকস্থ সমস্ত গোষ্ঠীকে নিয়ে আসবো, মাবুদ বলেন, আমি আমার গোলাম ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারকে আনবো ও তাদেরকে এই দেশের বিরুদ্ধে, এই স্থানের অধিবাসীদের বিরুদ্ধে ও এর চারদিকের সব জাতির বিরুদ্ধে আনবো; এবং এদেরকে নিঃশেষে বিনষ্ট করবো এবং বিস্ময়ের ও বিদ্রূপের বিষয় ও চিরস্থায়ী উৎসন্ন স্থান করবো।


আর হাৎসোর শিয়ালদের বসতি ও চিরস্থায়ী ধ্বংসস্থান হবে; সেখানে কেউ থাকবে না, কোন লোক তার মধ্যে বাস করবে না।


সিয়োনের রাস্তাগুলো শোক করছে, কারণ কেউ ঈদে আসে না; তার সমস্ত দ্বার শূন্য; তার ইমামেরা দীর্ঘনিশ্বাস ত্যাগ করে; তার কুমারীরা ক্লিষ্টা, সে নিজে কষ্ট পাচ্ছে।


আর দেশের লোকদের এই কথা বল, ইসরাইল দেশস্থ জেরুশালেম-নিবাসীদের বিষয়ে সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তারা চিন্তার সঙ্গে নিজ নিজ রুটি ভোজন করবে, বিস্ময়ের সঙ্গে নিজ নিজ পানি পান করবে; কেননা সেখানকার নিবাসীদের দৌরাত্ম্যের কারণে তাদের দেশের ও তার মধ্যেকার সর্বস্ব ধ্বংস হবে।


যুবসিংহরা তার উপরে গর্জন ও হুঙ্কার করেছে; তারা তার দেশ ধ্বংস করেছে; তার নগরগুলা পুড়িয়ে দেওয়া হয়েছে, নিবাসী কেউ নেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন