যিরমিয় 1:1 - কিতাবুল মোকাদ্দস1 ইয়ারমিয়ার কালাম; তিনি হিল্কিয়ের পুত্র, বিন্ইয়ামীন প্রদেশীয় অনাথোৎ-নিবাসী ইমামদের এক জন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 এগুলি হিল্কিয়ের পুত্র যিরমিয়ের কথিত বাক্য, তিনি ছিলেন বিন্যামীন প্রদেশে অবস্থিত অনাথোৎ নগরের যাজকদের একজন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 বিন্যামীনের এলাকাভুক্ত আনাথোথ শহরের অধিবাসীদের অন্যতম একজন পুরোহিত হিল্কিয়ের পুত্র যিরমিয় যে কথা বলে গেছেন, এই পুস্তকটি তারই বিবরণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 যিরমিয়ের বাক্য; তিনি হিল্কিয়ের পুত্র, বিন্যামীন প্রদেশীয় অনাথোৎ-নিবাসী যাজকদের এক জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এইগুলি হল যিরমিয়র বার্তাসমূহ। যিরমিয় ছিলেন হিল্কিয়ের পুত্র। যাজক পরিবারের সন্তান যিরমিয় বিন্যামীন পরিবারগোষ্ঠীর অঞ্চল অনাথোৎ শহরে বাস করতেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 যিরমিয়ের বাক্য, হিল্কিয়ের ছেলে, বিন্যামীনের অনাথোতে বসবাসকারী যাজকদের মধ্যে একজন, অধ্যায় দেখুন |