যাত্রাপুস্তক 9:9 - কিতাবুল মোকাদ্দস9 তা সমস্ত মিসর দেশব্যাপী সূক্ষ্ম ধূলি হয়ে সেই দেশের সর্বত্র মানুষ ও পশুদের শরীরে ক্ষতযুক্ত স্ফোটক জন্মাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 সমগ্র মিশর দেশে তা মিহি ধুলোয় পরিণত হবে, এবং দেশের সর্বত্র মানুষজনের ও পশুপালের গায়ে পুঁজ-ভরা ফোঁড়া ফুটে উঠবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সূক্ষ্ম ধূলিকণার মত সেই ছাই তখন সারা মিশরে ছড়িয়ে পড়বে এবং দেশের সর্বত্র তা মানুষ ও পশুর দেহে বিষাক্ত ফোনা সৃষ্টি করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তাহা সমস্ত মিসর দেশব্যাপী সূক্ষ্ম ধূলি হইয়া মিসর দেশের সর্ব্বত্র মনুষ্য ও পশুদের গাত্রে ক্ষতযুক্ত স্ফোটক জন্মাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 এই ছাই ধূলিকণা হয়ে সারা মিশরে ছড়িয়ে পড়বে। এবং যখনই এই ধূলো মিশরের কোনও মানুষ বা পশুর গায়ে পড়বে তখনই তাদের গায়ে ফোঁড়া হবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তা সমস্ত মিশর দেশ জুড়ে সূক্ষ্ম ধূলো হয়ে মিশর দেশের সব জায়গায় মানুষ ও পশুদের গায়ে ক্ষতযুক্ত ফোসকা জন্মাবে।” অধ্যায় দেখুন |