যাত্রাপুস্তক 9:8 - কিতাবুল মোকাদ্দস8 পরে মাবুদ মূসা ও হারুনকে বললেন, তোমরা মুষ্টি পূর্ণ করে ভাটীর ভস্ম নাও এবং মূসা ফেরাউনের সাক্ষাতে তা আসমানের দিকে ছড়িয়ে দিক। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “একটি উনুন থেকে মুঠো ভর্তি করে ছাইভস্ম তুলে নাও এবং ফরৌণের সামনেই মোশি তা হাওয়ায় ছড়িয়ে দিক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তখন প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন, কোন একটা চুল্লী থেকে কয়েক মুঠো ছাই নাও। ফারাও-এর সামনে গিয়ে মোশি সেই ছাই আকাশের দিকে ছুড়ে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, তোমরা মুষ্টি পূর্ণ করিয়া ভাটীর ভস্ম লও, পরে মোশি ফরৌণের সাক্ষাতে তাহা আকাশের দিকে ছড়াইয়া দিউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 প্রভু মোশি এবং হারোণকে বললেন, “একটা উনুন থেকে এক মুঠো ছাই নাও। মোশি তুমি সেই ছাই ফরৌণের সামনে বাতাসে ছুঁড়ে দাও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “তোমরা হাত ভর্তি করে ভাটীর ছাই নাও, পরে মোশি ফরৌণের সাক্ষাৎে তা আকাশের দিকে ছড়িয়ে দিক। অধ্যায় দেখুন |